শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিনেমার নাম নিয়ে বিপাকে পড়ে আছেন সালমান খান!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৮

 

ডেস্ক রিপোর্ট:

হিন্দু সংগঠনের চাপে পড়ে সিনেমার নাম পাল্টাতে বাধ্য হয়েছেন সালমান খান। ভগ্নিপতি আয়ুশ শর্মাকে নিজের প্রযোজিত সিনেমার মাধ্যমে বলিউডে লঞ্চ করাচ্ছেন অভিনেতা। শুরু থেকেই সিনেমার নাম নিয়ে বিপাকে পড়ে আছেন সালমান।

নবরাত্রির আদলে সিনেমার নাম ‘লাভরাত্রি’ রাখায় আপত্তি করে কর্নি সেনা হিন্দু সংগঠন। সেন্সর বোর্ডের নির্দেশে নাম পাল্টে ‘লাভযাত্রী’ রাখেন সালমান। তাতেও বিপদ পিছু ছাড়ছে না সালমানের।

এই সিনেমার নাম নিয়ে বিশ্বহিন্দু পরিষদও সরব হয়েছে। জানিয়েছে এই সিনেমার নাম হিন্দু ভাবনাকে আঘাতপ্রাপ্ত করেছে। তাই তাদের দাবি, এই সিনেমার প্রদর্শনী বন্ধ হোক। কিন্তু নাম পাল্টানোর পরেও সিনেমার নতুন নামেও আপত্তি করল গুজরাটের হিন্দু সংগঠন।

নতুন নামকরণের বিরুদ্ধে বুধবার এক হিন্দু গোষ্ঠী গুজরাট হাইকোর্টে আর্জি জানিয়েছে, যে এই নতুন নামও গ্রহণযোগ্য নয়। সনাতন ফাউন্ডেশন গত সপ্তাহেই একটি জনস্বার্থ মামলা করে দাবি জানায়, সিনেমার নাম ও কিছু দৃশ্য বদলাতে হবে, নইলে হিন্দু ধর্মাবেগে আঘাত করার জন্য সিনেমাটি নিষিদ্ধ করা হবে।

তাদের পক্ষ থেকে অভিযোগ, ‘লাভরাত্রি’র মতো, ‘লাভযাত্রী’ নামের সঙ্গেও পবিত্র উৎসব নবরাত্রির নামের মিল রয়েছে। তাই এই নামকেও মেনে নেওয়া যায় না। এমনকী, হিন্দু সংগঠনের মতে, ছবির নাম ‘লাভ কি যাত্রা’ রাখলে সঠিক হবে।

তবে জনস্বার্থ মামলার শুনানির সময় বুধবার প্রযোজকের পক্ষে আইনজীবী এই দাবিকে ‘অপরিণত’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সিনেমাটি এখনও সেন্সর বোর্ডেও যায়নি। জবাবে ডিভিশন বেঞ্চের বিচারক প্রশ্ন করেন, সেন্সর বোর্ডের সার্টিফিকেট ছাড়া কী করে সিনেমার প্রোমো মুক্তি পায়? বিচারক আরও বলেন, প্রয়োজন পড়লে বেঞ্চকে সিনেমাটি দেখতেও হতে পারে।

এর আগে সালমান প্রযোজিত ‘লাভরাত্রি’ ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে বলে আপত্তি তোলা হয়। এই অভিযোগেই মুজাফফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা মামলা করেন। মামলার শুনানিতে বিহারের মিঠনপুরা থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেওয়া হয় সালমানের বিরুদ্ধে।

মুজাফফরপুরের সিজিএম সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় নাম রয়েছে সালমান খানসহ সিনেমার নায়ক তথা তারই ভগ্নিপতি আয়ুশ শর্মা, অংশুমান ঝাঁ, ওয়ারিনা হুসাইন, রাম কাপুর সহ ৭৬ জনের বিরুদ্ধে।

মামলাকারী আদালতে আপিল করে জানান, সিনেমার নাম অনেক হিন্দুর মনে আঘাত হানতে পারে। সিনেমার বিষয় ও সংলাপ এখনো একই রয়েছে, যা যে কোনও হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অপমানজনক। তিনি আরও বলেন, নবরাত্রি ভীষণ জনপ্রিয় উৎসব। আর এই উৎসবের মধ্যে দিয়ে যদি সিনেমায় গুজরাটকে দেখানো হয়, সেক্ষেত্রে এই রাজ্যেরও মানহানি হতে পারে।

আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসাইন অভিনীত এই সিনেমা হিন্দুদের নয় দিন ব্যাপী উৎসব নবরাত্রি নিয়ে। ‘লাভযাত্রী’র পরিচালক নবাগত অভিরাজ মানিওয়ালা। এই বছরই ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি