বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিলামে ৩ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হল অ্যাপল-১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট: মার্কিন টেক জায়ান্ড অ্যাপলের বানানো প্রথম পণ্য একটি অ্যাপল-১ কম্পিউটার নিলামে ৩ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি করা হয়েছে।

ওজ নামে পরিচিত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এই মেশিনটির নকশা করেন। তার ব্যবসায়িক পার্টনার স্টিভ জবস তাকে এটি বিক্রির জন্য বোঝান। এরপর ১৯৭৬ সালে অ্যাপল-১ ৬৬৬.৬৬ মার্কিন ডলার মূল্যে বাজারে ছাড়া হয়। বাজারে আনার এক বছরের মধ্যে ওজনিয়াক ও স্টিভ প্রায় ২০০ অ্যাপল-১ বিক্রি করেছিলেন বলে ধারণা করা হয়। অ্যাপল-১ বর্তমানে টিকে থাকা পুরো-কার্যকরি মডেলগুলোর মধ্যে একটি। অ্যাপলের কাছে এই মডেলের আর ৭৯টি কম্পিউটার রয়েছে।

বিবিসিকে ওজনিয়াক বলেন, ‘অ্যাপল-১ কম্পিউটারটি অ্যাপল-২ এর তুলনায় অনেক কম ক্ষমতাসম্পন্ন। কিন্তু এই কম্পিউটারটিই বিশ্বকে কম্পিউটার তৈরির সহজ সূত্র দেখিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বেস্টনে এই নিলাম অনুষ্ঠিত হয়। এর ক্রেতা অনলাইনে নিলামে অংশ নেন। তার পরিচয় পাওয়া যায় নি। নিলাম আয়োজক প্রতিষ্ঠান ‘আরআর অকশনস’ এর ববি লিভিংস্টন বলেন, ‘এটি একটি বিস্ময়কর জিনিস, সবচেয়ে বড় কথা এটি কাজ করে!’ বিবিসি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি