রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইয়ুব বাচ্চু মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: গিটার জাদুকর আইয়ুব বাচ্চু চলে গেলেন না ফেরার দেশে। আজ বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা তার মৃত্যুর কথা ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর অনেকেই মেনে নিতে পারছেন না। খবরটি ছড়িয়ে যেতেই তার অগণিত ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় লিখে চলেছেন শোক গাথা।

বরেণ্য সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু নাই। এ কথা কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, সত্যি মেনে নিতে।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু ভাই আর নেই। মনে হলো ভুল কিছু শুনলাম।’

নাট্যকার ও নির্দেশক বাকাল বকুল লিখেছেন, ‘চলে গেলে রূপালী গিটার ছেড়ে, রেখে দিলাম অশ্রু গোপন করে।’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘চলে গেলেন আইয়ুব বাচ্চু ভাই। শ্রদ্ধা।’ এই পোস্টের সঙ্গে আইয়ুব বাচ্চুর বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেতা।

নির্মাতা আনজাম মাসুদ লিখেছেন, ‘যেদিন জেনেছিলেন আমি বাবা-মার একমাত্র সন্তান। আমার কোনো ভাই-বোন নেই, সেদিন বলেছিলেন, আমি আপনার ব্রাদার। সেই থেকে আমার আপনার পারস্পারিক সম্বোধন ছিল ‘ব্রাদার’। আমি তো একা হয়ে গেলাম ‘ব্রাদার’।’

সঙ্গীতশিল্পী শর্মিলা সিনহা লিখেছেন, ‘জীবনের অনেক আয়োজন এখনও বাকি। এখনই কেন, শিল্পী! একেবারেই চলে যাবেন না, বসে থাকুন দরজার ওপাশে। হায়! ফেরারি মন, ফেরারি জীবন! বিদায়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি