রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একজন আইয়ুব বাচ্চু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশী ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি তারকা আইয়ুব বাচ্চুর সদ্য প্রয়াণের পর দেশিয় শোবিজে তারকাকে হারানোর শোকের মাতম বয়ে চলছে। ভক্ত-অনুরাগীরা রুপালী গিটারের জাদুকরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন হাজারো কথা।

আইয়ুব বাচ্চুকে নিয়ে একটি লেখা প্রত্যেকের ওয়ালে চোখে পড়ছে। সংগৃহীত এই লেখাটি ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই লেখাটিও তারকাদের ফেসবুকে শেয়ার করছেন। আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আখি আলমগীরের ফেসবুক ওয়াল থেকে হুবুহু তুলে ধরা হল।

বিদেশী এক গীটারের দোকানে গিয়ে এক বাংলাদেশী ভদ্রলোক কাছাকাছি রাখা গীটারগুলো নেড়েচেড়ে দেখছেন। হঠাৎ অদুরেই একটা গীটারের উপর চোখ পড়ল তার। কাঁচের বাক্স-বন্দি। দোকানিকে এটার কথা বলতেই সে ভদ্রলোকের আপাদমস্তক একবার পরখ করে নিলো। কোন দেশ থেকে এসেছে – জিজ্ঞেস করল। তারপর যা বলল তার অর্থ করলে দাঁড়ায়, ‘এই গীটার তোমার মত বাংলাদেশী লোকের জন্য না, এটা এখানকার সবচেয়ে দামী গীটার, তুমি বরং অন্যটা দেখ’। ভদ্রলোক যারপরনাই ব্যথিত হলেন। সবচেয়ে কষ্ট পেলেন এই ভেবে যে বাংলাদেশের এক লোককে তারা মোটামুটি অপমানই করল।

দোকানিকে বললেন- ‘তুমি একবার আমাকে একটু দেখতে দাও, আমি এবং আমার টিমের কাছে যত ডলার আছে আশা করি আমরা এটা নিতে পারব’। কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে গীটারটা দেখতে দিল সে। তারপরেরটা একটা ইতিহাস।

গীটার হাতে পেলেই ভদ্রলোক যেন কেমন হয়ে যান। এমনই বাজানো শুরু করলেন যে আশেপাশে জনসমাগম হয়ে গেল। সেই দোকানির চোখ তখন আকাশ স্পর্শ করেছে।

গীটারটি ফেরত দিতে গেলে দোকানি সেই ভদ্রলোককে বলল, ‘তুমিতো অসাধারন বাজাও, এই গীটারতো তোমার জন্যই, এটা আমি তোমাকে অর্ধেক দামেই দিব’। ভদ্রলোক বিনয়ের সাথে বললেন, ‘এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও আমি নিবনা, তুমি আমার দেশকে অপমান করেছ’।

দোকানি ক্ষমা চাইলেও ভদ্রলোককে সেই গীটার আর দিতে পারল না। যে গীটারের জন্য দেশ অপমানিত হয়, সেই গীটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না।

আসলেই আইয়ুব বাচ্চুর মতো মানুষেরা এমনই হয়। আমাদের দেশের সব তারকার মাঝে যদি এমন দেশপ্রেম থাকতো তাহলে ভিন জাতিদের কাছে আমরা আরো বেশি সম্মান পেতাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি