সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম কারাগারে দুর্নীতির মাধ্যমে মাসে কোটি টাকা আদায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:বন্দি ধারণ ক্ষমতা মাত্র ১৮’শ হলেও চট্টগ্রাম কারাগারে এখন বন্দি আছে প্রায় ৫ গুণ বেশি।অভিযোগ, অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের কাছ থেকে প্রতি মাসে আদায় করা হচ্ছে কোটি টাকার বেশি যা পরে ভাগাভাগি হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এই কারাগার জেলার সোহেল রানা বিশ্বাসকে নগদ, এফডিআর এবং ব্যাংকের চেকে প্রায় ৫ কোটি টাকাসহ আটকের পর বেরিয়ে আসে এই অনিয়মচিত্র। ভৈরবের কারাগারে আটক সোহেলকে পুলিশ রিমান্ডে নিতে আজ আদালতে শুনানি হওয়ার কথা।

দস্বজনদের সাক্ষাতে কোনো ফি নেই’ এমন কথা লেখা আছে কারাগারের সামনের সাইনবোর্ডে। অথচ জামিনে বেরোনো বন্দিরা বলছেন, সাক্ষাৎপ্রার্থী স্বজনদের দিতে হয় ২০০ থেকে ১৪০০০ টাকা। এছাড়া সুস্থ বন্দিকে অসুস্থ দেখিয়ে কারা হাসপাতালে রাখার সুবিধার জন্য দিতে হয় ৩ থেকে ৫ হাজার টাকা। নাওয়া-খাওয়া, রাতে ঘুমানোসহ নির্দিষ্ট কিছু সুবিধার জন্য সপ্তাহে বন্দিদের গুনতে হয় ন্যূনতম ২ হাজার টাকা।

চা নাস্তাসহ ছোট-খাট কেনাকাটার জন্য দিতে হতো বহুগুণ বেশি দাম। এসব চলে কারাগারের চার দেয়ালের মধ্যে, যা বাইরে দেখে বোঝার কোনো উপায় নেই। যদিও কারাগারে আসা সবারই রয়েছে এসব অভিজ্ঞতা।

কারাগারে দেখতে আসা স্বজনরা বলছেন, টাকা না দিলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। টাকা দিলেই আসামির সাথে দেখা করা যায়। টাকা ছাড়া দেখা করার কোনো উপায় নেই।

সাজাপ্রাপ্ত ৩ আসামি জামাল, জসিম আর জিল্লুরের তত্ত্বাবাধানে গড়ে ওঠা একটি সিন্ডিকেট বন্দিদের কাছ থেকে নেয়া টাকা পৌঁছে দিতেন কর্মকর্তাদের, এমন অভিযোগ সবার মুখে মুখে।

সোহেলের কাছে পাওয়া ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংক চেকও খাদ্য সরবরাহকারী ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানের, যারা খাবার সরবরাহকারী হিসাবে তালিকাভুক্তির জন্য এ ঘুষ দেয়, নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিভাগের ডিআইপি প্রিজন পার্থ কুমার বণিক বলেছেন, উশৃঙ্খল ও অসৎ আচরণের কারণে সোহেল এর আগেও ৩-৪ বার শাস্তি পেয়েছে। এবারও তার বেতিক্রম হবে না।

সোহেল রানার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা আর কারাগারের সব অনিয়ম বন্ধের উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। জানিয়েছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার প্রশান্ত কুমার বণিক। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি