রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মৌলিক গল্পের বিকল্প নেই: মৌসুমি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: এ বছর ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী খ্যাত নায়িকা মৌসুমি অভিনীত বেশকটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘রাত্রীর যাত্রী’। সিনেমাটি আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে। ‘পবিত্র ভালোবাসা’ ও ‘নায়ক’ ছবি মুক্তির পর প্রশংসাও পেয়েছেন এ অভিনেত্রী। যদিও কপি ছবি দিয়ে অভিষেক এই নায়িকার তারপরও এখন মৌলিক গল্পের বিকল্প নেই বলে তিনি মনে করেন। মৌলিক গল্পের ছবি দর্শকদের দেখা উচিত বলে তিনি বলেন দেশের ছবি টিকিয়ে রাখতে আমাদের মৌলিক গল্প প্রয়োজন বেশি।

পরপর দুটি ছবি মুক্তি পেয়েছে ‘পবিত্র ভালোবাসা’ ও ‘নায়ক’। কেমন সাড়া পেলেন জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জেনেছি দর্শকরা আমার চরিত্র পছন্দ করেছেন। বর্তমানে চলচ্চিত্রের অবস্থা খারাপ অবস্থায় আছে। এখন প্রযোজকরা সিনেমা বানালে লগ্নীকৃত টাকা তেমন ফেরত পান না। এই জন্য বেশি বাজেটের সিনেমা বানানো বন্ধ হওয়ার পর্যায়ে। কম বাজেটের ছবি বানিয়ে দর্শকদের ভালো সিনেমা উপহার না দেওয়ায় আজকে চলচ্চিত্রের এ অবস্থা।

বর্তমান সময়ে প্রযুক্তির প্রভাবের কথা তুলে ধরে এ নায়িকা জানান, বর্তমান সময়ে দর্শকরা মুঠোফোনে সিনেমা দেখছেন। তারা হলের পর্দার কথা ভুলে গেছেন। ইউটিউব আর বিভিন্ন ওয়েব সাইটে সিনেমা দেখছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে হল মালিক, প্রযোজকরা।

দীর্ঘ দুই যুগ ধরে চলচ্চিত্রে সমান দর্শকপ্রিয়তা নিয়েই কাজ করে যাচ্ছেন মৌসুমী। তার কাছে জানতে চাওয়া হয় শুধু সিনেপ্লেক্স হলেই কী সিনেমার দর্শক খড়া কাটবে, না কী সারাদেশে হলের সংখ্যা বাড়াতে হবে? এ বিষয়ে তিনি বলেন, সিনেপ্লেক্স এর সাথে হল দরকার অবশ্যই। সিনেপ্লেক্স এর চেয়ে হলের সংখ্যা বাড়ানো উচিৎ। সিনেমা হলে এক সঙ্গে ১২০০ মানুষ সিনেমা দেখেন আর সিনেপ্লেক্স তো আপনারা জানেন। আর ই-টিকিটিং সিস্টেম চালু হলে প্রযোজকরাও তাদের টিকিট বিক্রির হিসাব সঠিকভাবে পাবেন।

মৌসুমী অভিনীত ‘রাত্রীর যাত্রী’ আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে। ছবিটি নিয়ে জানতে চাই , এই ছবিটা মৌলিক গল্পে নির্মিত। একটা মেয়ের জার্নিকে ঘিরে এ ছবির গল্প। এর গল্প, গান ও দৃশ্যধারণ দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। ছবির পরিচালক হাবিব ভাইও বেশ ভালোভাবে ছবিটির কাজ শেষ করেছেন।

চলতি বছরের শুরতে উত্তম আকাশের পরিচালনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘আমি নেতা হব’ নামের দুটি ছবি মুক্তি পাওয়ার পরপরই স¤প্রতি ‘পবিত্র ভালোবাসা’ এবং ‘নায়ক’ নামের দুটি ছবি মুক্তি পায়। ‘নায়ক’ ছবিতে অমিত হাসান এবং ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। মুক্তির অপেক্ষায় আছে ‘রাত্রীর যাত্রী’। কাজ করছেন ওমর সানীর বিপরীতে ‘নোলক’ নামের একটি ছবিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি