বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন : শফিক আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আপিলের ডিভিশন যদি সাজাটাকে স্থগিত করে দেয় এবং জামিন দেয় তাহলে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু একটা ঝুঁকি থাকে। সময় টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন আপিল শুনানি শেষ হবে, তখন যদি সাজাটা বহাল থাকে তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। এ নিয়ে একটি সংশয় থেকেই যায়।

শফিক আহমেদের মতে,আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে সাজা স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিয়েছেন এমন নজির রয়েছে দেশের ইতিহাসে।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ এর ঘ-মতে ফৌজদারি অপরাধে ন্যূনতম ২ বছরের কারাদ- হলে পরবর্তী ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি