শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দীন শিক্ষাদানকারীরা অবহেলিত থাকবে না : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীন শিক্ষাদানকারীরা অবহেলিত থাকবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তার সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

নবীজীর বিরুদ্ধে কিছু বললে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। যারা সত্যিকারের ইসলামে বিশ্বাসী তারা জঙ্গিবাদে জড়াতে পারে না। ধর্ম নিয়ে যারা অপপ্রচার করবে তাদের ‍উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ধর্মের অপব্যখ্যাকারী ও অপপ্রচারকারীদের বিচার করা হবে।

কওমী সনদের স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য কেউ ক্ষমতায় এসে যেন কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীছের সনদের মাস্টার্সের মর্যাদা কেড়ে নিতে না পারে সেজন্যই আইন করা হয়েছে।

এর আগে সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শোকরানা মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে এলে তাকে স্বাগত জানান কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা। এসময় প্রধানমন্ত্রী আলেমদের সঙ্গে সালাম বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কওমী আলেমদের আগমনে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। আলেমরা মুহূর্মুহূ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের দাবি বঙ্গবন্ধু কন্যা পূরণ করায় সবাই খুশি।

অনুষ্ঠানমঞ্চে কওমী আলেম ওলামাদের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি