শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘যুক্তফ্রন্টের কাছে সরকারের ক্ষমা চেয়ে সংলাপে বসা উচিত ছিল’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের যদি সত্যি লজ্জাবোধ থাকতো, তাহলে যুক্তফ্রন্টের কাছে ক্ষমা চেয়ে সংলাপে বসা উচিত ছিল।

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, যখন জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়, তখন সেটাকে আওয়ামী লীগের শীর্ষনেতা কখনও শয়তানের আখড়া, খুনিদের জোটসহ নানান কিছু বলেছেন। আবার স্বাগতও জানানো হলো। এটা ভালো না। রাজনীতিতে কেউ একত্রিত হতে চাইলে তাকে স্বাগত জানানো ভালো। তারপর তার কর্মকাণ্ড অপরিচ্ছন্ন হলে সমালোচনা করা যেতে পারে। যদি সত্যি লজ্জাবোধ থাকতো, তাহলে যুক্তফ্রন্টের কাছে সরকারের ক্ষমা চেয়ে সংলাপে বসা উচিত ছিল— একসময় আপনাদের যা বলেছিলাম, তা আমাদের দুর্বলতা ছিল। এখন ক্ষমা প্রার্থনা করছি। এখন আপনাদের সঙ্গে দেশের কল্যাণে সবাই মিলে কাজ করার জন্য সংলাপে বসেছি।

ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ প্রসঙ্গে বঙ্গবীর বলেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ২০১৮ সালের ১৩ অক্টোবর স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ১৯৭১ সালের ২৫ মার্চ যেমন দুর্যোগ ও অন্ধকারের দিক থেকে উজ্জ্বল হয়ে আছে, তেমনি ২০১৮ সালের ১৩ অক্টোবর সম্ভাবনার দিক থেকে উজ্জ্বল হয়ে থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি