শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে : মান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:  আগামী ৬ নভেম্বরের সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

রোববার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় মানবাধিকার আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

মান্না বলেন, আমরা আমাদের চিঠি নির্বাচন কমিশনে দিয়েছি, প্রধানমন্ত্রীর দফতরে দিয়েছি। আমি আশা করি তারা চিঠি পেয়েছেন। আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন, পরশু দিনের (৬ নভেম্বর) সমাবেশে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন- ৬ তারিখের জনসভায় আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। কিন্তু আন্দোলন মনে সহিংসতা নয়, ভাঙচুর নয়।

ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা বলেন, কিছুই করি নাই, তাতেই তাদের যে অবস্থা, কিছু করলে কি হবে? সন্ত্রাস কাকে বলে, তা আপনারা করছেন। গুম-খুনের ইতিহাস আপনাদের সবচেয়ে বেশি। এইসব পথ বাদ দিয়ে একটা সুষ্ঠু সুন্দর পথে আসুন।

‌তি‌নি ব‌লেন, আমরা যদি আলোচনায় সমস্যার সমাধান করতে পারি, তাহলে আন্দোলনে যাওয়া লাগবে না। কিন্তু আলোচনা হবে না বলে ছলচাতুরি করে ক্ষমতায় টিকে থাকবেন তা হবে না। যদি মনে করেন গতবারের মতো নির্বাচন করে পার পেয়ে যাবেন তবে মনে রাখেন, এবার কোনও পথ পাবেন না। এবার সবক্ষেত্রে লড়াইয়ের মোকাবিলা করে যেতে হবে আপনাদের।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি