শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তফসিল পেছানোর দাবি নিয়ে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় আরও পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেমাবার বিকেলে আ স ম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে।

এর আগে গতকাল আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ওইদিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে এ তফসিল ঘোষণা করবেন।

গত ৩ নভেম্বর ঐক্যফ্রন্টের নেতা ড. কামলা হোসেন এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে বলেছিলেন, সংলাপ শেষ না হওয়ার
পর্যন্ত তফসিল ঘোষণা করা না হয়। নির্বাচন কমিশন ৪ নভেম্বর তফসিল ঘোষণা করতে চেয়েছিল। সেই চিঠির পর সিদ্ধান্তে পরিবর্তন এনে ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি