শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের জন্য আজকের দিনটি ল্যান্ডমার্ক: রব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব বলেছেন, বাংলাদেশের জন্য আজকের দিনটি ল্যান্ডমার্ক। সোমবার (৫ নভেম্বর) দুপুরে ১টা ৪০ মিনিটে কৃষক-শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দেওয়ার পর আব্দুর রব এ কথা বলেন।

এর আগে কাদের সিদ্দিকী বলেন, আজ এই মুহুর্ত থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছি। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করা হয়। গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বলেছিলাম আলোচনায় বসুন। তিনি বসেননি। খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম হরতাল প্রত্যাহার করার। কিন্তু তাদের সেই সৌভাগ্য হয়নি। জনগণই হরতাল উঠিয়ে নিয়েছে। আজ যে মুহুর্তে প্রধানমন্ত্রী আলোচনায় বসেছেন তখন থেকেই দেশের পরিস্থিতি একটু হলেও ভালো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি