রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বানসালির সিনেমায় শাহরুখ-সালমান!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় দুই বলিউড অভিনেতা শাহরুখ ও সালমান খান। অতীতের দ্বন্দ্ব ভুলে এখন তারা বেশ ভালো বন্ধু। শোনা যাচ্ছে, আবারো সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালি তার পরবর্তী সিনেমায় এই দুই সুপারস্টারকে নিতে চাইছেন। প্রাথমিকভাবে সিনেমার নাম ঠিক করা হয়েছে ইনশাআল্লাহ। এতে শাহরুখ ও সালমান দুজনের চরিত্রই সমান গুরুত্ব পাবে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘সালমান ও শাহরুখ একসঙ্গে পর্দায় হাজির হবেন, দুই নায়কের এই সিনেমাটি পরিচালনা করবেন বানসালি। এটি একটি ফ্যামিলি ড্রামা যেখানে বন্ধু শত্রুতে পরিণত হয়। তাদের পর্দায় সমানভাবে দেখা যাবে। অনেকটা দিলীপ কুমার ও রাজ কুমার অভিনীত সওদাগর (১৯৯১) সিনেমার মতো। সালমান-শাহরুখ সবসময় একসঙ্গে সিনেমা করার ইচ্ছা পোষণ করে আসছেন, আর বানসালির এই সিনেমাটি তাদের জন্য একটি বড় সুযোগ। প্রাথমিকভাবে তারা এটিতে রাজি হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত করতে বানসালির আরো নয় মাস সময় লাগবে। সবকিছু পরিকল্পনা মতো চলছে আগামী বছরের মাঝামাঝিতে সিনেমাটির কাজ শুরু হবে।’

এর আগে করণ অর্জুন (১৯৯৫), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) ও হাম তুমহারে হ্যায় সনম (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-সালমান। এছাড়া সালমান খানের টিউবলাইট (২০১৭) ও হার দিল জো পেয়ার কারেগা (২০০০) সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে। এদিকে শাহরুখের জিরো (২০১৮) সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন সালমান। পাশাপাশি দুশমন দুনিয়া কা (১৯৯৬) সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন এ দুই অভিনেতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি