বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুদ্ধাপরাধ মামলায় হবিগঞ্জের লিয়াকতসহ ২ জনের মৃত্যুদণ্ড


যুদ্ধাপরাধ মামলায় হবিগঞ্জের লিয়াকতসহ ২ জনের মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় হবিগঞ্জের লাখাই থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী এবং কিশোরগঞ্জের আমিনুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করবেন।

গতকাল রোববার রায়ের জন্য দিন ঠিক করে দেন আদালত। এটি হবে ট্রাইব্যুনালের ৩৫তম রায়।

এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল গত ১৬ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে পলাতক এই দুই আসামিদের বিরুদ্ধে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৫ সালের ২৭ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দেয়। ২০১৬ সালের ১৮ মে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতার করা সম্ভব না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে তাদের পলাতক দেখিয়েই বিচার শুরু করেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৬ সালের ১ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।

লিয়াকত আলী ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সভাপতি থাকা অবস্থাতেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা হয়। সম্পাদনা : নুসরাত শরমীন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি