শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সূত্রে জানা গেছে, ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথ গাবতলী পর্বত সিনেমা হলের সামনে সকাল থেকে পুলিশ চেক পোষ্ট চলছে।

ফলে সকাল ৮টা থেকে এ যানজটের সৃষ্টি হয়। গাড়ি না চলায় যানজট এখন সাভার নবীনগর পর্যন্ত ছাড়িয়েছে। এতে ভোগান্তি পড়েছে ঢাকাগামী যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ী থেকে নেমে কেউ কেউ হাটতে শুরু করেছে। সবচেয়ে বেশি ভোগান্তি পড়েছে নারী যাত্রীরা।

জানতে চাইলে এক যাত্রী বলেন, শ্যামলী যাওয়ার জন্য সকাল ৭টায় নবীনগর থেকে গাড়ীতে উঠেছি আর এখনো গাড়ী বলিয়ারপুর। কখন পৌঁছাবো তাও জানি না। যানজটের কারণে অনেক পরিবহন ঢাকায় না ঢুকে আবার ফিরে যেতে দেখা গেছে।

ঠিকানা পরিবহনের চালক বলেন , কাল রাত থেকেই যানজট ছিলো। কিন্তু সকাল থেকে যানজট আরো বেড়েছে। গাবতলীতে একটা একটা করে গাড়ী চেক করছে। এই যানজট কখন ছাড়বে বলা মুশকিল। এখনো ঢাকার ভিতরে ঢুকতে পারিনি। ফিরবো কখন? তেলের দামও উঠবে না। তাই আজকে আর গাড়ী চালাবো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি