বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০৩০ সাল নাগাদ কাতারে ৫ হাজার কোটি ডলার শ্রমমূল্যের দক্ষ শ্রমিকের ঘাটতি হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট : আমিরাতে ব্যাপক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে ঘাটতি বাড়ছে দক্ষ শ্রমিকের। ২০৩০ সাল নাগাদ এই ঘাটতি অর্থমূল্যে ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। বাজার বিশ্লেষক সংস্থা কর্ন ফেরি মিডিল ইস্টের কান্ট্রি চেয়ার জনাথন হোমস বলেছেন, এধরনের ঘাটতি আমিরাতের অথনীতির ৫ শতাংশ। কায়িক শ্রম ছাড়াও প্রযুক্তিগতভাবে দক্ষ শ্রমিক মিলিয়ে ঘাটতি পড়বে মোট ১ লাখ ১০ হাজার শ্রমিকের। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করছে দেশটি। সে অনুযায়ী প্রযুক্তিগতভাবে দক্ষ লোকবলের বিরাট চাহিদা তৈরি হচ্ছে। তার মানে ২০৩০ সাল নাগাদ শ্রমিকের এ ঘাটতি পূরণ করতে পারলে ৫ হাজার কোটি ডলার আমিরাতের অর্থনীতিতে যোগ হতে পারে। আরব নিউজ

আরব ফোরামে আরব বিজনেসের কাছে এক বিশেষ সাক্ষাতকারে জনাথন হোমস আরো বলেন, লোকবলের এধরনের ঘাটতি যথাযথভাবে পূরণ করতে না পারলে চাহিদা মেটাতে যেয়ে বাজারে বেতন-ভাতা আরো চড়ে যাবে। দক্ষ লোকবল তৈরির দিকেও পরামর্শ দেন তিনি। এমনকি তা না করতে পারলে টেকসই ব্যবসা বান্ধব পরিবেশ বিনষ্ট হতে পারে বলেও হুঁশিয়ার করে দেন জনাথন। তিনি বলেন, প্রযুক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি এ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ অপরিহার্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি