রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইয়ুব বাচ্চুর কষ্টগুলো…


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:হাসতে দেখা, গাইতে দেখা আইয়ুব বাচ্চুর একবুক ভরা বেদনা ছিল। বেশির ভাগ সময়ে নিজের ভেতরে লুকিয়ে রাখতেন সেসব। ‘সেই তুমি’, ‘কষ্ট’, ‘নীল বেদনা’, ‘কেউ সুখী নয়’, ‘রুপালি গিটার’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানগুলোতে লুকিয়ে আছে আইয়ুব বাচ্চুর বলা না–বলা বেদনার কথা। গানের সুর ও গায়কিতে এত অভিমান! তাহলে কি লোকটা অনেক দুঃখী ছিলেন? বিভিন্ন আড্ডায়, সাংবাদিকদের সঙ্গে বৈঠকি আলাপে আইয়ুব বাচ্চু তাঁর কিছু কষ্টের কথা বলেছিলেন। সেসব নিয়ে লিখেছেন মাসুম আলী
সেই দিনটির কথা স্পষ্ট মনে পড়ে। দীর্ঘদিন চিকিৎসার পর মারা গেছেন তাঁর মা। পল্টনের সেই বাসা থেকে মায়ের মরদেহ বের করা হয়। স্থানীয় মসজিদে নেওয়া হবে জানাজার জন্য। সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে। আইয়ুব বাচ্চু মায়ের শূন্য ঘরে গেলেন। মায়ের খাটে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কান্না শুরু করলেন। ‘মা রে, ও মা, মা…’—সেই কান্না, আর্তনাদ এখনো যেন শুনতে পাই।

মায়ের চলে যাওয়াটাই আইয়ুব বাচ্চুর জন্য সবচেয়ে বড় বেদনার ছিল। বিভিন্ন সময়ে তিনি বলেছেন, মায়ের আগে যেতে পারলে তিনি সুখী হতেন। তাঁর ভাষায়, ‘ভালো হতো, মায়ের আগে যদি আমি যেতে পারতাম…। মা যতটুকু সহ্য করতে পারত, আমি তা পারছি না!’ কথায় কথায় তিনি বারবার বলেছিলেন, মা তাঁদের জন্য কতটা সংগ্রাম করেছেন, নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছেন।
একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন আইয়ুব বাচ্চু। একসময় তা আর থাকেনি। ছোট হতে হতে একক পরিবার হয়ে যায়। এটাও তাঁকে তিলে তিলে কষ্ট দিত। তাঁর মতে, সবাই মিলে একসঙ্গে থাকা, এক টেবিলে খাওয়ার মতো আনন্দ আর নেই।
এলআরবি ব্যান্ডে ২৫ বছর কাটালেও আইয়ুব বাচ্চু তার আগে বেশ কিছু ব্যান্ডে ছিলেন—এ কথা অনেকেই জানেন। এলআরবির আগে অন্য যেসব ব্যান্ডে ছিলেন, তা থেকে বারবারই তাঁকে বেরিয়ে আসতে হয়েছিল। সর্বশেষ এলআরবির আগে তিনি ছিলেন সোলস ব্যান্ডে। এই ব্যান্ড থেকেও একবার বেরিয়ে এসেছিলেন। শেষমেশ ছেড়েছিলেন অভিমান নিয়ে। তাঁর সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘তারিখটা ঠিক মনে নেই। সোলস তখন তুঙ্গে, হোটেল ব্লু নাইলে সোলসের সভা চলছে, একসময় দেখলাম মন খারাপ করে বাচ্চু বেরিয়ে এল। আমার সঙ্গে সিঁড়িতে দেখা। বলল, “ভাই, সোলস ছেড়ে দিলাম।”’ সিঁড়িতে দাঁড়িয়ে বাচ্চু বলেছিলেন, ‘আমি সোলস থেকে “একদিন ঘুম ভাঙা শহরে” গানটি চেয়ে নিয়েছি।’
তিনি সব সময় বলতেন, গিটার আমার প্রথম ও শেষ ভালোবাসা। গিটারের জন্যই ঘর ছেড়েছি। নামীদামি সব ব্র্যান্ডের গিটার সংগ্রহ করার নেশা ছিল তাঁর। বিদেশে যখনই যেতেন, স্বনামধন্য গিটারের দোকানে যেতেন। বাজাতেন, কিনতেন। সেগুলো নিয়ে নিত্যদিন ভক্ত, বন্ধু, শিল্পীদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন। অভিজ্ঞতা বিনিময় করতেন। অথচ অপ্রিয় কথা হলো, জীবনের শেষ দিকে এসে আক্ষেপে-অভিমানে গিটারগুলো বিক্রি করে দিতে চেয়েছিলেন তিনি। কারণ হিসেবে নিজেই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিল, আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী একটি গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার, যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় একেকটি গিটার! কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পরও কোনো পৃষ্ঠপোষকই পেলাম না…’
কারণ হিসেবে আইয়ুব বাচ্চু লিখেছিলেন, ‘গিটারগুলো রক্ষণাবেক্ষণ বেশ কষ্টকর। তাই আমি ঠিক করেছি, প্রথম দিকে পাঁচটি গিটার বিক্রি করে দেব তাদের কাছে, যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। আর এই আয়োজন থাকবে আগামী পাঁচ দিন পর্যন্ত।’ পরে অবশ্য গিটারগুলো বিক্রি করতে হয়নি তাঁকে।
নিজে যেমন বিভিন্ন সময়ে নানান ব্যান্ডের সঙ্গে জড়িয়েছিলেন, তেমনি এলআরবি গঠনের পর সেটাকেই একটা পরিবারের মতো গড়ে তুলেছিলেন। বলতেন, এটা আমার আরেকটা পরিবার। কিন্তু এই দল থেকেও বিভিন্ন সময়ে কয়েকজন সদস্য বেরিয়ে গেছেন। দল থেকে বেরিয়ে কেউ কেউ বিদেশ পাড়ি দিয়েছিলেন। কি–বোর্ডিস্ট এস আই টুটুলের দল থেকে বেরিয়ে যাওয়া আইয়ুব বাচ্চুকে মানসিকভাবে আহত করেছিল। টুটুলের পর এলআরবি ব্যান্ডে আর কোনো কি–বোর্ডিস্ট নেননি তিনি।
আইয়ুব বাচ্চুর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, বন্ধুত্ব ছিল—এমন বেশ কয়েকজন গীতিকার, সুরকারের মতে, আইয়ুব বাচ্চু খুব অভিমানী মানুষ ছিলেন। ভেতরে-ভেতরে অভিমান পুষে রাখতেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও সেসব টের পাওয়া যেত। কখনো কখনো কেঁদেছেন। শিশুর মতো ছিলেন আইয়ুব বাচ্চু।

 

সেই গানটি
জাহীদ রেজা নূর
কারও কারও মনে পড়ে যাবে, আইয়ুব বাচ্চু রিকশাচালকদের নিয়ে লিখেছিলেন দুটো পঙ্ক্তি। তারপর ফেসবুকের মাধ্যমে আহ্বান করেছিলেন, গানটির বাকি পঙ্ক্তিগুলো লিখতে। দারুণ সাড়া পেয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রায় ১০০ জন মানুষ লিখে পাঠিয়েছিল তাদের পঙ্ক্তি। এরপর সে পঙ্ক্তিগুলো থেকে বাচ্চুসহ ২৫ জনের পঙ্ক্তি নিয়ে তৈরি হয়েছিল গান। সে ২০১৬ সালের জুন মাসের কথা। কী হলো সেই গানটির?
‘কোনো স্পন্সর পাওয়া যায়নি।’ বললেন মনোয়ারুল হক। গানটি যাচাই–বাছাই করার সময় রকস্টার আইয়ুব বাচ্চুর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি।
‘স্পন্সর পাওয়া যায়নি মানে? আইয়ুব বাচ্চুর গানের স্পন্সর পাওয়া যায়নি!’ একটু অবাক হই আমি।
‘স্পন্সররা চাইছিল প্রেমের গান। প্রেমের গানই নাকি হিট হয়।’ মনোয়ারুল হকের কণ্ঠে দুঃখ এসে ভর করে।
‘বাচ্চু ভাই তাহলে গানটি করেননি?’ একটু দমে যাই।
‘না না, বাচ্চু ভাই গানটি তুলেছিলেন। বলেছিলেন, এখন না পারি, পরে আমি নিজেই গানটি রিলিজ করব।’
গানের প্রথম দুই পঙ্ক্তি ছিল এ রকম:
‘নেমেছে সে একা পথে কাকডাকা ভোরে,
তপ্ত দুপুরে কিংবা শীতের প্রহরে ত্রিচক্রের বহরে।’
বাচ্চু ভাই লিখেছিলেন, ‘একজন মানুষ তপ্ত রোদে পুড়ে,
ঘাম ঝরে তার সারা শরীরটা জুড়ে।’
এই পঙ্ক্তি দুটোই লেখা হয়েছিল সবার আগে। গানে কোথায় আছে তা জানতে হলে শুনতে হবে গানটি।
বলে রাখা দরকার, নিজের কণ্ঠেই আইয়ুব বাচ্চু গেয়েছিলেন পুরো গান। এলআরবির গিটারিস্ট মি. মাসুদ রেকর্ড আর মিক্সিং করেছিলেন। দুই দিন সেটা ছিল রকস্টারের ফেসবুকেও। তারপর তিনি সেটা নামিয়ে ফেলেছিলেন।
অনেকেই তখন ডাউনলোড করে রেখেছিলেন সেটা। তাই চাইলেই গানটি আসতে পারে শ্রোতার কাছে। একজন রিকশাচালকের দুঃসহ জীবন নিয়ে লেখা অভিনব গানটি আইয়ুব বাচ্চুর কণ্ঠে শুনতে পারলে সেটা হতে পারে প্রয়াত এ শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর একটা ভালো উপায়।
আরও সংবাদ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি