শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুদ্রা নয়, বিগ ব্যাশে টস করা হবে ব্যাট দিয়ে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের এই মৌসুমে দেখা যাবে ‘ব্যাট ফ্লিপের’ অভিনব এক টসের পদ্ধতি। যেখানে দেখা যাবে, টস করার জন্য দুই অধিনায়ক এবং ম্যাচ রেফারি মাঠে উপস্থিত হবেন। এক অধিনায়কের হাতে টসের মুদ্রার পরিবর্তে থাকবে ব্যাট! মুদ্রার মতো সেই ব্যাট শূন্যে উড়িয়ে দিয়েই নির্ধারণ করা হবে কে করবে ব্যাটিং আর কে পাবে ফিল্ডিং!

শত বছর ধরে বিশ্ব ক্রিকেটে টসের সময় উচ্চারিত হয়ে আসছে ‘হেড না টেল’- এই বাক্যটি। কিন্তু বিগ ব্যাশে এর পরিবর্তে শোনা যাবে, ‘হিলস না ফ্ল্যাটস?’ এক অধিনায়ক ব্যাট ছুড়ে মারবেন উপরের দিকে। অন্য অধিনায়ক ব্যাটের যেকোনো একপাশকে বেছে নেবে। ব্যাটের উঁচু প্রান্তকে বলা হবে হিলস, অন্যপ্রান্তকে বলা হবে ফ্ল্যাটস। ব্যাট মাটিতে পড়ে যে প্রান্তে থাকবে, ওই প্রান্ত চাওয়া অধিনায়কই টসে জিতবেন।

কিন্তু স্বাভাবিক ব্যাটের যে আকৃতি, তাতে তো উঁচুতে উঠলে নিচে পড়ার সময় ‘হিলস’ প্রান্তেই বেশি পড়বে। এই অসুবিধার কথা ভেবেই বিগব্যাশ কর্তৃপক্ষ বিশেষ ধরনের ব্যাট তৈরি করবে। সেখানে হিলস কিংবা ফ্ল্যাটস, দুই দিকেই ব্যাট পড়ার সমান সম্ভাবনা থাকবে। বিগ ব্যাশের প্রধান কিম ম্যাককনি নিশ্চিত করেছেন ব্যাপারটা, ‘আমরা কোকাবুরার সাথে বৈঠকে এটা নিশ্চিত করেছি, টসের জন্য যে ব্যাট তৈরি করা হবে তা কোনোভাবেই টসকে প্রভাবিত করবে না। ওভাবেই ওজন ও মাপ ঠিক করে ব্যাট বানাবে তারা।’

হঠাৎ করে কেন হুট করেই মুদ্রার পরিবর্তে ব্যাট দিয়ে টস করা হচ্ছে কেনো? এ প্রশ্নের জবাবে ম্যাককনি বলছেন, টসকে আরও বেশি দর্শকপ্রিয়তা দেওয়ার জন্যই এই অভিনব উদ্যোগ, ‘অনেকেই পরিবর্তন পছন্দ করেন না। আমি তাদের বলতে চাই, শেষ কবে মুদ্রা দিয়ে করা টস মানুষ মনোযোগ দিয়ে দেখেছে? এটা তো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে! আমরা টসকে আরও বেশি উপভোগ্য করে তুলছি, এটা বাচ্চারাও অনেক পছন্দ করবে।’

আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ব্যাট দিয়ে টস করতে দেখা যাবে। বিগ ব্যাশের এই আসরে ব্রিসবেন হিটস ও অ্যাডিলেড স্ট্রাইকারের মাঝে উদ্বোধনী ম্যাচেই বদলে যাবে শত বছর ধরে চলা টসের রূপ। এখন টস করতে গিয়ে সেই ব্যাট কারো গায়ে না লাগলেই হয়!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি