মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


টুঙ্গিপাড়ায় বক্তব্যে যা বললেন রিয়াজ-ফেরদৌস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে গতকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার সফর সঙ্গী হয়ে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।

জনপ্রিয় এই দুই তারকা বেশ জোড়ালোভাবে নৌকার জন্য মাঠে নেমেছেন। নৌকার প্রচারের জন্য তাদের একটি বিজ্ঞাপন চিত্রেও দেখা যাবে। তবে বিজ্ঞাপন চিত্রের আগে নির্বাচনী প্রচারাণায় তাদের সরাসারি দেখা মিললো মাঠে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনে গোপালগঞ্জ ৩ এ গিয়ে বক্তৃতা দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

এসময় নৌকার পক্ষে ভোট চেয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন,‘সিনেমায় আমার দীর্ঘ ক্যারিয়ার। আমাকে ভালোবেসে যারা হলে গিয়েছেন তারা প্রত্যেকে আমাকে ভালোবাসেন। এই মানুষগুলোকে আমি বলবো আপনারা নৌকায় ভোট দিবেন ও নৌকার পক্ষে কাজ করবেন। অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমার এই একটা চাওয়া আপনারা রাখবেন।’

চিত্রনায়ক রিয়াজ আরও বলেন, ‘টুঙ্গিপাড়ায় এমন একটি জায়গা। যেখানে আমাদের দেশ প্রতিষ্ঠাকারী নায়ক আছেন। আবার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম এখানেই। সেখানে আসতে পেরে, কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অত্যন্ত সম্মানিতবোধ করছি।’

রিয়াজের পরেই বক্তত্ব দেন নায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘এবারের নির্বাচন আমাদের অস্তিত রক্ষার নির্বাচন। কারণ এই আওয়ামী লীগ সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অকল্পনীয়। তাই আওয়ামী লীগ সরকারকে জয়ী করতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩ তম অধিবেশনে যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে নিউইয়র্ক গিয়েছিলেন রিয়াজ ও ফেরদৌস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি