রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঐক্যফ্রন্টের উগ্র আচরণ থেকে কেউ রেহাই পাচ্ছে না : প্রধানমন্ত্রী


ঐক্যফ্রন্টের উগ্র আচরণ থেকে কেউ রেহাই পাচ্ছে না : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ ঐক্যফ্রন্টের উগ্র আচার-আচরণ থেকে কেউ রেহাই পাচ্ছে না। নির্বাচন কমিশনের সাথে ঝগড়া-ঝাঁটি করে এসেছে, আবার সেখানে পুলিশ বাহিনীকে গালি-গালাজ করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐক্যফ্রন্টের এই নেতার কাছে জনগণ এধরনের আচরণ আশা করেনি। পুলিশ বাহিনীকে গালি দেয়াসহ, সাংবাদিকদের দেখে নেবার মতো কথাও তিনি বলতে পারেন। কাজেই এ ধরনের আচরণ থেকেই বোঝা যায় ঐক্যফ্রন্টের নেতাদের আচরণ কতোটা জঘন্য হতে পারে। এতে স্পষ্ট প্রমাণ হয় তারা সন্ত্রাসী কর্মকান্ডে পারদর্শী। আমরা এর তীব্র নিন্দা করি।

ধানমন্ডির সুধাসদন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হতে পারবে না। কারণ সন্ত্রাস, দুর্নীতিবাজ, মানিলন্ডারিং, এতিমের টাকা আত্মসাতকারীকে বাংলাদেশের মানুষ চায় না। সে কারণেই তারা পেশী শক্তি দেখানোর চেষ্টা করছে। ২০০১ সালের মতো আবারো তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাছে।

নির্বাচন জনগণের ভোটের অধিকারের সুযোগ, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার সুযোগ। কাজেই জনগণ তাদের মনমতো প্রার্থীকেই ভোট দেবেন।

ঐক্যফ্রন্টের উগ্র আচার-আচরণ থেকে কেউ রেহাই পাচ্ছে না। নির্বাচন কমিশনের সাথে ঝগড়া-ঝাঁটি করে এসেছে, আবার সেখানে পুলিশ বাহিনীকে গালি-গালাজ করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐক্যফ্রন্টের এই নেতার কাছে জনগণ এধরনের আচরণ আশা করেনি। পুলিশ বাহিনীকে গালি দেয়াসহ, সাংবাদিকদের দেখে নেবার মতো কথাও তিনি বলতে পারেন। কাজেই এ ধরনের আচরণ থেকেই বোঝা যায় ঐক্যফ্রন্টের নেতাদের আচরণ কতোটা জঘন্য হতে পারে। এতে স্পষ্ট প্রমাণ হয় তারা সন্ত্রাসী কর্মকান্ডে পারদর্শী। আমরা এর তীব্র নিন্দা করি।

আমরা চাই দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন হোক।

ভোটের মালিক জনগণ, দেশের মালিকও জনগণ, কাজেই জনগণেই বেছে নেবে তারা কী ধরনের সরকার চায়। জনগণেই এধরনের ঊগ্র আচরণ বন্ধ করবে। ঐক্যফ্রন্টের সাথে জামায়াতে ইসলামীর সদস্য ও বিএনপি আছে, কাজেই জঙ্গিবাজ সন্ত্রাস কর্মকান্ড হওয়াটাই স্বাভাবিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি