রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনী পরিবেশ অতীতের চেয়ে ভাল-মনিটরিং ফোরাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ বিষয়টি সাংবাদিকরাই ভাল বলতে পারবেন। বিদেশী পর্যবেক্ষকদের তুলনায় দেশের সাংবাদিকরাই পারেন সঠিক চিত্র তুলে ধরতে। কারণ বিদেশীরা নির্ভর করেন আমাদের দেশের বিভিন্ন মিডিয়া এবং তাদের নিয়োজিত এজেন্টদের ওপর। নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে এক প্রশ্নত্তোর পর্বে তিনি একথা বলেন।

ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, বর্তমানে দেশে নির্বাচনী পরিবেশ অতীতের চেয়ে অনেক ভাল। নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এ অবস্থা অব্যাহত থাকলে নির্বাচন হবে বাঙ্গালী জাতির জন্য স্মরণীয় অধ্যায়।

বুধবার ২৬ ডি‌সেম্বর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ও ২৬ এনজিও সংস্থার সম্মিলিত মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন। স‌ম্মেল‌নে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের নির্বাহী পরিচালক আবেদ আলী।

তিনি বলেন, বিষয়টি সাংবাদিকরাই ভাল বলতে পারবেন। বিদেশী পর্যবেক্ষকদের তুলনায় দেশের সাংবাদিকরাই পারেন সঠিক চিত্র তুলে ধরতে। কারণ বিদেশীরা নির্ভর করেন আমাদের দেশের বিভিন্ন মিডিয়া এবং তাদের নিয়োজিত এজেন্টদের ওপর। নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে এক প্রশ্নত্তোর পর্বে তিনি একথা বলেন।

এসময় সাংবা‌দিকরা নির্বাচন প্রচারনায় বিএন‌পির প্রার্থী‌দের উপর হামলা সাংবাুদক‌দের উপর হামলার নি‌য়ে প্রশ্ন কর‌লে কোন উত্তর দেয়‌নি তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ইলেকশন মনিটরিং ফোরামের তত্বাবধানে ৩১টি সংগঠনের প্রায় পৌনে আট হাজার পর্যবেক্ষককে ২১৪টি সংসদীয় আসনে পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে। একই সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তত্বাবধানে বিদেশী পর্যবেক্ষককে অনুমতি দেয়ার কথা উল্লেখ করা হয়। সম্মেলনে বলা হয়, আগামী সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতেই নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক এবং সচেতন। এ জন্যই ইসি নির্বাচন পর্যবেক্ষনে এদের অনুমতি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৬টি দেশের একশত ৭৮ বিদেশী পর্যবেক্ষককে নিবাচন পর্যবেক্ষন করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ইলেকশন মনিটরিং ফোরামের ১০ জন। এরা হলেন, কানাডার লেবার মার্কেট প্ল্যানিংয়ের সিনিয়র পলিসি এনালাইসিস্ট তানিয়া দেওয়ান পস্টার ও মানবাধিকার কর্মী- চ্যালি দেওয়ান পস্টার, মালেশিয়ার মাইক্রফস চেনজিং লাইভস এর প্রজেক্ট ডিরেক্টর হারতিনি বিনতিয়া জাব্বার ও মালেশিয়ার হিউম্যান এইড এন্ড রিলেফ এর চেয়ারম্যান – জেসমি আজাহারী বিন জোহারী, নেপাল কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম, সাবেক সংসদ সদস্য নাজির মিয়া এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদীন আলী, ভারতের কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি- সাংবাদিক কমল ভট্টাচার্য ও কলকাতা জর্জকোর্টের আইনজীবী এ্যাডভোকেট ড. গৌতম ঘোষ, শ্রী লংকার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি লেখক-গবেষক মোহাম্মদ এহসান ইকবাল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবক’ এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. বাবুল, হাই লাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম, সেবকের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি