রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীতে দুই কারখানায় আগুন এক শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৪


রাজধানীতে দুই কারখানায় আগুন এক শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ রাজধানীর শ্যমপুরে একটি রাবার মিলে অগ্নিকাণ্ডে নাসির নামের এক শ্রমিকের মৃতু্যু হয়েছে। এছাড়া মোফজ্জল ও বাবু নামের দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, তাদের হাসপাতালে নেয়া হয়ে বেলা পৌনে ১১টায় নাসিরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজন চিকিৎসাধীন।

এদিকে রাজধানীর কদমতলী এলাকার একটি স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাসুম (২০) ও মিঠু (২৩) নামের কারখানার দুই জন কর্মী দগ্ধ হয়েছেন।

বুধবার ভোরের দিকে আলিজান স্টিল মিল নামক ওই কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তাদের মধ্যে মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে মাসুমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতারে ওই কারখানার কর্মী ও দগ্ধদের সহকর্মী পলাশ জানান, স্টিলের কাঁচামাল গলানোর পাত্র থেকে গলিত লোহার বুদ বুদ উঠে বৈদ্যুতিক বাতিতে আঘাত করে। তা থেকে বিদ্যুতের তারে আগুন লেগে ছড়িয়ে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের একজন চিকিৎসাধীন রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি