শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন মন্ত্রিসভার শপথ সোমবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেন —বাসস
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে আগামী সোমবার। ওই দিন বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এবার সরকার গঠন করে টানা তৃতীয় মেয়াদসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে ইতিমধ্যে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

গতকাল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর বিকাল ৪টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে বিষয়টি তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। এ সময়ে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে জনগণ মুক্তিযুদ্ধের চেতনার এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাঝের ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তিনি হন বিরোধীদলীয় নেতা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর ৬ জানুয়ারিতে দ্বিতীয় দফা এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি তৃতীয় দফা সরকার গঠন করেন তিনি।

গতকাল বিকালে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনার সঙ্গে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাত্। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন তিনি। এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে। এই বিপুল বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত্ শেষে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা আগামী সোমবার শপথ নেবেন। মন্ত্রিপরিষদের সদস্য কত হবে এবং কারা থাকবেন, তা প্রধানমন্ত্রী ঠিক করবেন। প্রসঙ্গত, মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে সংবিধানের ৫৬ অনুচ্ছেদ বলা হয়েছে, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন। যে সংসদ সদস্য, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছিল সেই বছরের ১২ জানুয়ারি। সংসদের অধিবেশন বসেছিল ২৯ জানুয়ারি। এই বিষয়গুলো বিবেচনায় রেখে এবারও সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করেই সরকার গঠনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দশম জাতীয় সংসদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। পরে কয়েক দফা রদবদল এনে শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার দাঁড়ায় ৫৩ সদস্যের।

গতকাল বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে আওয়ামী লীগ ও মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি একজন জননন্দিত নেতা এবং আন্তর্জাতিক বিশ্বের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেননা আমরা সর্বসম্মতিক্রমে তাঁকে আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’ তিনি বলেন, ‘আমরা পুনরায় আমাদের সোনালী দিনে প্রবেশ করেছি। আগামী ৫ বছর বাংলাদেশের জন্যও হবে সোনালী দিন।’ বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আগামী ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের জনগণ ৩০ ডিসেম্বরের নির্বাচনের মত একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিল। যেখানে দেশের সাধারণ জনগণ শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি দিয়ে স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আওয়ামী লীগকে বিজয়ী করেছে, যেমনটি ১৯৭০ সালে করেছিল।’ জ্যেষ্ঠ এই আওয়ামী লীগ নেতা বলেন, জনগণও বিএনপি-জামাতের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের সংসদে যোগদানের বিষয় সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত সংসদ সদস্যগণেরই যোগদান করা উচিত।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকলকে একযোগে কাজ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে তিনি বলেন, ‘দলের বিপুল বিজয়ে আমাদের দলের নেতা-কর্মীদের দায়িত্ব এবং জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

জনগণের আস্থা এবং এই মর্যাদাকে দলের নেতা-কর্মীদের সমুন্নত রাখতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালীকরণে সকলকে একযোগে কাজ করারও নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, বিরোধী পক্ষ আইনি লড়াইয়ে অথবা যেকোন প্রকার আন্দোলনে যেতে পারে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলকে তৈরি থাকারও আহ্বান জানিয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এতে আমাদের করণীয় কিছু নেই। কিন্তু আমি মনে করি জনগণের রায়ের প্রতি তাঁদের সম্মান জানানো উচিত।’ জাতীয় পার্টির মন্ত্রিসভায় যোগদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সম্পর্কে কোন আলোচনা হয়নি। আমরা আলোচনা না করে এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না।’ তিনি আশা প্রকাশ করেন, নবীন এবং অভিজ্ঞ সংসদ সদস্যদের সমন্বয়ের মাধ্যমে গঠিত একাদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদে পরিণত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি