বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনীতিতে আসছেন প্রকাশ রাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সেলুলোয়েড কিংবা বড় পর্দা থেকে রাজনীতির ময়দানে নিজের অভিষেক করতে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। কমল হাসান, রজনীকান্তের পর এবার সিনেমার পর্দা থেকে রাজনীতিতে আসছেন এই অভিনেতা। আসন্ন লোকসভা নির্বাচনে নির্দলীয় কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।

নতুন বছরের শুরুতে রাত ১২টা নাগাদ নিজের টুইটে ভক্তদের নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রকাশ রাজ লেখেন, ‘সকলকে নববর্ষের শুভেচ্ছা। একটা নতুন শুরু হতে চলেছে। কাঁধে চাপতে বসেছে নয়া দায়িত্ব। আপনাদের সমর্থনে আসন্ন লোকসভা নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছি আমি। নির্বাচনী কেন্দ্র নিয়ে খুব শিগগির সুবিস্তর জানাব।’

অভিনেতা হওয়া সত্ত্বেও কখনো নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে লুকোচুরি করেননি প্রকাশ রাজ। প্রকাশ্যে একাধিকবার নরেন্দ্র মোদী সরকারের সমালোচনাও করেছেন। এবারো নিজের অবস্থান ফের একবার মনে করিয়ে দেন তিনি।

রাজনীতিতে আসছেন প্রকাশ রাজ

২০১৪ সালে নির্বাচনী প্রচারে বিজেপির স্লোগান ছিল ‘আব কি বার মোদী সরকার’। সেই স্লোগানের অনুকরণে প্রকাশ লেখন ‘আব কি বার জনতা কি সরকার’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি