সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » প্রথম হিন্দু নারী হিসেবে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীতার ঘোষণা দিলেন তুলসি গ্যাবার্ড


প্রথম হিন্দু নারী হিসেবে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীতার ঘোষণা দিলেন তুলসি গ্যাবার্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু নারী হিসেবে ২০২০ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেট তুলসি গাবার্ড। তিনি দেশটির ডেমোক্রেট দলের হাওয়াই এলাকার কংগ্রেসম্যান। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে তিনি প্রার্থীতা করার ঘোষণা দিয়েছেন বলে শুক্রবার সিএনএন-এ একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।

৩৭ বছর বয়সী গ্যাবার্ড ২০০৪ ও ২০০৫ সালে ইরাকে মার্কিন বাহিনীর হয়ে লড়াই করেছেন করেছেন। তার পদবী ছিলো মেজর।

তিনিই প্রথম হিন্দু ও সামোয়ান যিনি দেশটির কংগ্রেসে নির্বাচিত হয়েছেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি প্রচারণার মূলমন্ত্র হিসেবে যুদ্ধ ও শান্তি সংক্রান্ত বিষয়গুলিকে প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন। গাবার্ড ছাড়াও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোমেক্রেট সিনেটর কামাল হারিস, কোরি বুকার, ক্রিশ্চেন গিলিব্রান্ড, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও জুলিয়ান কাস্ট্রো প্রার্থী হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি