মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেব্রুয়ারিতে ৪০ হাজার শিক্ষক নিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে চলতি মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে।

রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এসএম আশফাক হুসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে। চলতি মাসের মধ্যে এনটিআরসিএ নিবন্ধিত প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন কোন প্রতিষ্ঠানে যোগ্য বলে বিবেচিত হয়েছে তা উল্লেখ করা হবে।

আশফাক হুসেন বলেন, ৩০ দিনের মধ্যে যোগ্য প্রার্থীকে যোগদান করতে বলা হবে। এ সময়ের মধ্যে কেউ যোগদান না করলে পরবর্তী মেধা তালিকায় যোগ্য প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করে তাকে যোগদানের সুযোগ দেওয়া হবে।

আরো পড়ুন: অপারেশন টেবিলে ঘুমিয়েও প্রশংসায় ভাসছেন চিকিৎসক

এনটিআরসিএ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসন খালি আছে। এ সব আসনের বিপরীতে ৩০ লাখ আবেদন জমা হয়েছে।

ফেব্রুয়ারিতে ৪০ হাজার শিক্ষক নিয়োগ

ছবি: এনটিআরসিএ’র ওয়েবসাইট



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি