রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ আবারো দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী মাসেই উভয় নেতার মধ্যে কোরীয় অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে এ বৈঠক হতে পারে বলে শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় বৈঠকের বিষয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যান কিমের ডান হাত খ্যাত উত্তর কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা কিম ইয়ং চল। শুক্রবার চলের সঙ্গে পম্পেও ও ট্রাম্প উভয়ই বৈঠকে বসার পরই হোয়াইট হাউজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিম-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনার কথা জানালো।

গত ১২ জুন সিংগাপুরে প্রথম বৈঠকের পর থেকে চুক্তি অনুযায়ী দেশদ্বয়ের সম্পর্কে অনেক উন্নতি হয়েছে বলে ওয়াশিংটন ও পিয়ংইয়ং উভয়ই দাবি করে। প্রতিশ্রুতি অনুযায়ী কোরীয় অঞ্চলে পরামাণবিক নিরস্ত্রীকরণে উত্তরত্তর অগ্রগতি হয়েছে দাবি করে ট্রাম্প বরাবর কিম একটি চিঠি পাঠিয়েছেন এবং তা হস্তান্তরও করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের ব্যাপারে আলোচনা অব্যাহত আছে। তবে তাদের ওপর চাপ প্রয়োগসহ অবরোধও অব্যাহত থাকবে বলে চলের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।

আসন্ন বৈঠকটি কোথায় হতে যাচ্ছে এব্যাপারে কিছু না জানালেও ভিয়েতনামেই দ্বিতীয় বৈঠকটি হতে পারে বলে সম্ভাবনা জোরদার হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি