সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুসলিম দেশগুলোর ঐক্য চান প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও কম্বোডিয়ার অভিনন্দন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ মুসলিম দেশগুলোর ঐক্যের প্রতি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে তিনি বলেছেন, কোনো সমস্যা থাকলে মুসলিম দেশগুলোকে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এদিকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পোল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। মুসলিম দেশগুলোর মধ্যে কোনো সংঘাত থাকলে সাধারণ মানুষ তার ভুক্তভোগী হয় জানিয়ে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহ একসাথে থাকা উচিত। বাংলাদেশের প্রতিটি মানুষ সব ধর্মীয় উৎসবে অংশ নেয় বলে এখানে সম্প্রতি বজায় রয়েছে। ইরানের জনগণকে সাহসী আখ্যা দিয়ে তিনি দেশটির অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, সরকারের উন্নয়ন নীতিমালা গ্রামীণ স্তর কেন্দ্রিক।

বাংলাদেশে দারিদ্রোর হার ২১ শতাংশ। নিকট ভবিষ্যতে ৪-৫ শতাংশ কমিয়ে আনা হবে। তার প্রধানমন্ত্রী নতুন ইরানি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে অভিনন্দন জানান এবং শেখ হাসিনাকে বাংলাদেশের একজন বিজ্ঞ ও বিচক্ষণ প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে থাকা সুষম নীতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থাকার পরও ইরান সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি