ডেক্স রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা রেখেছে তার মর্যাদা রখতে হবে। মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নজরদারি বাড়াতে নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় আলোচনা চলছে ৯টি প্রকল্প নিয়ে। তালিকায় আছে মেয়র হানিফ ফ্লাইওভার ও ডেমরায় সুলতানা কামাল সেতু সংযোগ মহাসড়ক চার লেন প্রকল্প। ব্যয় ধরা হয়েছে ৩৬৮ কোটি টাকা। এর বাইরে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট উন্নয়ন, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ ও এবং গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী প্রকল্প রয়েছে একনেক সভায়।