মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এ সপ্তাহে বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ  এ সপ্তাহেই বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান, দৃশ্যমান হবে মূল সেতুর প্রায় এক কিলোমিটার। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক, শফিকুল ইসলাম বলেন, প্রচুর পরিমাণ পলি জমাতে কাজ করা যায়নি, দশটি ড্রেজার দিয়ে খনন করা হচ্ছে। স্প্যান নেয়া হচ্ছে জাজিরা প্রান্তে, আগামি বুধবার বা বৃহস্পতিবার বসবে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি।

গত বছরের জুনে পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান বসানোর পর পেরিয়ে গেছে ছয় মাস। এর মধ্যে বসানো যায়নি আর কোনো স্প্যান। নকশা জটিলতা, নব্যতা সংকটসহ নানা কারণে সেতুর পিলারের কাজ আটকে ছিলো।

নকশা জটিলতা কেটে গেছে কাজ শুরু হয়েছে পুরোদমে। অপরদিকে স্প্যান বসানো বন্ধ ছিলো ছয় মাস, আশার কথা হলো এ সপ্তাহেই বসছে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের উপর স্টিলের তৈরি ৩২শ টনের স্প্যানটি। এই স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে মূল সেতুর প্রায় এক কিলোমিটার অংশ।

নদীর মাঝ বরাবর সম্পন্ন হয়েছে ১৬টি পিলারের কাজ, চলমান রয়েছে ১৫টি পিলারের কাজ। এদিকে মূল সেতুর কাঠামোতে পৌনে এক কিলোমিটার জুড়ে স্থাপন করা হয়েছে ১১২টি রেলস্লাব, আগামি মাসে বসবে ২২ মিটার দৈর্ঘের রোড স্লাব, ইতিমধ্যে ইয়ার্ডে প্রস্তুত আছে ২০০টি। ১৪টি পিলারের নকশা জটিলতা কেটে যাওয়ায় কাজে গতি আনতে চাচ্ছে কর্তৃপক্ষ। নভেম্বর পর্যন্ত সেতুর সার্বিক অগ্র্রগতি ৬৩ শতাংশ এবং মূল সেতুর অগ্রগতি ৭৩ শতাংশ।

এ ব্যপারে সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন এখন আমাদের ঠিকাদারকে চাপে রাখতে হবে। তিনি বলেন কিছু ইকুইপমেন্ট বাড়াতে হবে, সাটারিং বাড়াতে হবে, কিছু দক্ষ জনবল নিয়োগ করতে হবে, প্রগ্রেস করতে হলে। তারা কিছু এক্সপার্ট টিম পাঠিয়েছে তারা দেখবে প্রজেক্টের কোথায় কোন ধরনের লোক লাগবে সে অনুযায়ী তারা দক্ষ লোক পাঠাবে। এদিকে মাসে ২-৩ শতাংশ কাজের অগ্রগতি হচ্ছে নদী শাসনে, জাজিরা প্রান্তে ১২ কিলোমিটার এবং মাওয়া প্রান্তে ২ কিলোমিটার নদী শাসন করা হবে, এ পর্যন্ত নদী শাসনের কাজ হয়েছে ৫০ শতাংশ। সেতু কর্তৃপক্ষ আশা করছেন আগামি বছরেই চালু হবে পদ্মা সেতু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি