শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের তিন সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৯

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো; কুমিল্লার দ্বেবিদার উপজেলার তুলাশ গ্রামের মোছলেম এর পুত্র মোঃ আলমগীর (৩২, একই গ্রামের হানিফ মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৩৮) ও সদর দক্ষিন উপজেলার উলুইন গ্রামের মৃত নুর আহম্মেদের পুত্র রফিকুল ইসলাম ওরপে রফিক মিয়া (৩৫)। রবিবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৩টায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ত্রিনাথ সাহা ও এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে তাদের আটক করে। এসময় আটককৃতদের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও রামদাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ত্রিনাথ সাহা জানান, আটককৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশে জড়ো হলে খবর পেয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঢাকার নারায়নগঞ্জের বিভিন্ন থানায় এবং কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে মামলা দায়ের শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি