শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরে পুলিশ সেবা সপ্তাহ পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ
কুমিল্লার মুরাদনগরে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। রোববার মুরাদনগর থানা পুলিশের আয়োজনে বর্নাঢ্য এ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। র‌্যালী নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম। সমাবেশে মুরাদনগর থানাকে সন্ত্রাস-মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে সর্বস্তরের জনগণের সহগিতা কামনা করেন থানার ওসি একেএম মনজুর আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, উপদেস্টা আব্দুল আউয়াল সরকার, আহসান হাবিব শামীম, হেলাল উদ্দিন চৌধুরী, আক্তার হোসেন, শারফিন শাহ, আরিফুল ইসলাম, রুহুল আমীনসহ কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়াও র‌্যালীতে উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি