বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ক্রাইম পেট্রোল’ দেখে ভাবিকে খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ভারতীয় সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে কৌশলে ভাবিকে খুন করে স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র লুট করেছে দেবর ফরহাদ হোসেন লিমন (২২)। ঘটনার দুদিন পর রোববার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনাকে
চুরি হিসেবে প্রমাণের চেষ্টা চালায় লিমন। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

তিনি জানান, গত ৮ই ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন কালির হাট ১নম্বর গলির একটি ভাড়া বাসায় হাসিনা বেগম (৩২)
নামের এক নারী খুন হন। এ ঘটনায় শনিবার দুপুরে হাসিনা বেগমের ভাই মো. মানিক আকবর শাহ থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে ঘটনার দুদিন পর গ্রেপ্তার হন নিহতের দেবর ফরহাদ হোসেন লিমন। রোববার তাকে আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।
রিমান্ডের প্রথম দিনে সোমবার লিমন তার ভাবীকে হত্যার কথা স্বীকার করে।

এরপর তার তথ্যমতে, লুট হওয়া কানের দুল, চেইন, ব্রেসলেটসহ স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। ফরহাদ হোসেন লিমন চাঁদপুরের পাইকপাড়া এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে। হাসিনা বেগম নোয়াখালীর শফিগঞ্জ এলাকার পশ্চিম মাইজচরা গ্রামের মেয়ে। লিমনের বড়ভাইয়ের স্ত্রী। তিনি গার্মেন্টসে চাকরী করতেন।

আমেনা বেগম বলেন, ৮ই ফেব্রুয়ারি শুক্রবার টাকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভাবীকে খুন করে স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র নিয়ে যায় লিমন। নিয়মিত ভারতীয় ধারাবাহিক ক্রাইম পেট্রোল দেখে কৌশলে এই ঘটনা ঘটায় লিমন। এ ঘটনাকে সে চুরি হিসেবে প্রমাণের চেষ্টাও চালায়। তবে নিবিড় জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কামরুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী) পংকজ বড়ুয়া, আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি