শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি মাদক ব্যবসায়ী নিহত


কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি মাদক ব্যবসায়ী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৯

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গল মিয়া নামে ২১ মামলার এক আসামি নিহত হয়েছেন।

 

রোববার ভোরে উপজেলার তীরচর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

 

পুলিশের দাবি, নিহত মঙ্গল মিয়া মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে চান্দিনাসহ জেলার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।

 

নিহত মঙ্গল মিয়া (৫০) চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে।

 

এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- চান্দিনা থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল হাসানুজ্জামান।

 

ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবাসহ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

 

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, রোববার ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে চান্দিনার তীরচর গ্রামের একটি বাগানে সংঘবদ্ধ হন মাদক ব্যবসায়ীরা।

 

গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছোড়ে। পুলিশের ১২ রাউন্ড গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ হনমাদক ব্যবসায়ী মঙ্গল মিয়া। আহত হন পুলিশের দুই সদস্য।

 

আহতাবস্থায় মঙ্গল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি