মঙ্গলবার,১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সৌদিতে সড়ক দূঘর্টনায় প্রাণ গেল কুমিল্লার মামুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
সৌদি আরবের তাবুক শহরে গাড়ির ধাক্কায় মামুন চৌধুরী (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন চৌধুরী কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের শাহ আলম চৌধুরীর ছেলে।

নিহত মামুনের চাচাতো ভাই মো. মফিজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের বড় ছেলে ছিল মামুন।

তার বাবা মারা যাওয়ার পর সেই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল। পাঁচ বছর ধরে সৌদি আরবের তাবুক শহরে থাকতেন মামুন। ১০ মাস পূর্বে বাড়িতে এসেছিল মামুন। তার মৃত্যুর খবর শুনে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি