শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অল্প সময়ে হাতের যত্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

রান্নাঘর মানে কাজ। আর এতো কাজের ফাঁকে গৃহিণীদের নিজের যত্ন নেয়ার সময়টা হয়ে ওঠে না। সারাদিন নানারকম শাক-সবজি কাটাকুটিরসহ বিভিন্ন জিনিস নাড়াচাড়ার কারণে হাতের বেহাল অবস্থা হয়ে যায়। তাই দিন শেষে হাতের দিকে তাকালে গৃহিণীর মনটাই খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে জেনে রাখতে পারেন ছোট্ট একটা টিপস—

 

প্রতিদিন রান্নার কাজ শেষে একটা লেবু নিয়ে দুই ভাগ করুন। এবার এর এক অংশ হাতে নিয়ে কচলাতে থাকুন। এমনভাবে কচলাবেন, যাতে পুরো হাতে লেবুর রস লাগে। এভাবে ৪-৫ মিনিট কচলাতে থাকুন। নখ, নখের চারপাশ কিংবা কোথাও হলদেটে ভাব রয়েছে, এমন স্থানগুলোয় লেবুর খোসাটি ঘষতে থাকুন। এরপর হাত ধুয়ে ফেলুন। এভাবে হাত ধোয়ার কারণে হাত খানিকটা খসখসে লাগতে পারে, তাই হাত ধুয়েই অলিভ অয়েল মাখিয়ে নিন। দেখবেন হাতের হলদেটে ভাব দূর হবে এবং আবার সৌন্দর্যও বজায় থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি