শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিয়ানমারের বিজিপি সদস্যকে হস্তান্তর করবে : বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির এক সদস্যকে আজ রোববার হস্তান্তর করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিপির ওই সদস্যের নাম- অং বো বো থিন (৩০)।

এর আগে গত ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে ইউনিফরম পরিহিত অবস্থায় তাকে আটক করেছিল বিজিবির সদস্যরা।

গতকাল শনিবার রাতে বিজিপির এ সদস্যকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আলী হায়দার আজাদ আহমেদ।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি