রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্ব ব্রিটিশ শাসকের কাছ থেকে দেশ দুটি স্বাধীনতা পেয়ে পৃথকভাবে চলতে শুরু করার পর থেকেই। এ দ্বন্দ্বের জেরে দুদেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধেছে।

এবারও ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তারক্ষীদের ওপর পাকিস্তানি জঙ্গিদের হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার জেরে দুদেশের হামলা পাল্টাহামলায় সৃষ্টি হয় যুদ্ধাবস্থা। এরই এক পর্যায়ে ভারতের বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানে আটক হন। এ নিয়ে উত্তাপ যখন চরমে, তখন তাকে ফেরত দেয় পাকিস্তান। উত্তেজনা আপাত প্রশমিত হয়। কিন্তু এ ঘটনা দীর্ঘকালের বিবদমান ইস্যুর সমাধানে আদৌ কোনো পথ তৈরি করবে কি?

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব ৭২ বছরেরও বেশি সময় ধরে। ১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশরা যখন তাদের শাসনভার ভারতবর্ষের হাতে তুলে দেয়, তখন ভারতবর্ষ ভারত ও পাকিস্তান এ দুই ভাগে বিভক্ত হয়। ইতিহাস বলছে, ‘ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স অ্যাক্ট’ নামে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ বিভক্তির যে পরিকল্পনা হয়, তাতে বলা হয়, কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। এরও আগে থেকে কাশ্মীর নিয়ে বিতর্ক চললেও ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির পর শুরু হয় দ্বন্দ্ব। এ দ্বন্দ্ব শুধু উত্তেজনাতেই সীমাবদ্ধ থাকেনি; দুবার তা যুদ্ধেও রূপ নেয়। পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির ঘটনাও কম নয়। গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কনভয়ে জঙ্গি হামলার পর প্রতিবেশী দুই দেশের হামলা পাল্টাহামলায় সৃষ্টি হয় যুদ্ধাবস্থা।

পরে ভারতের বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানে আটকের পর তাকে নিজ দেশে ফেরত দেওয়ার ঘটনায় উত্তেজনা আপাতঃ প্রশমিত হয়। কিন্তু কাশ্মীর ইস্যুতে দুদেশের অবস্থান অটুট। তাই অভিনন্দনকে ফেরত দেওয়ার ঘটনা দীর্ঘকালের এ সমস্যা সমাধানের পথ আদৌ তৈরি করবে কিনা এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

গতকাল এ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন তুলে ধরা হয় । এতে বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক অস্থিরতা চলাকালে দুটি দেশই পরস্পরকে পরিষ্কারভাবেই জানান দিতে চায় নিজেদের যুদ্ধ সক্ষমতার। আবার এর পাশাপাশি ঔদার্যপূর্ণ সৌজন্যতা আর ভালোবাসার বহিঃপ্রকাশও দেখা যায় দুটো দেশেরই আচরণে। আক্রমণ চালানোর বেলায় দুদেশই বেছে নেয় বেসামরিক লক্ষ্যবস্তু যেন অপর পক্ষের সেনারা আঘাত না পায়।

এ ক্ষেত্রে দুপক্ষই ভেবেছিল, তাদের সেনা কর্মকর্তারা একটা দোটানার মধ্যে থাকবে এই নিয়ে যে, যেহেতু অপর পক্ষ তাদের দেশে সরাসরি আঘাত করেনি, তা হলে কি সংঘাতে তাদের যোগ দেওয়া উচিত হবে? কিন্তু টেলিভিশনের সামনে বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা মানুষ এত জটিলতা বোঝে না। তারা শুরু থেকেই এ কাদা ছোড়াছুড়ির একটাই অর্থ খুঁজে পেয়েছে, যুদ্ধ। তাদের মতে, সমস্যার শুরু যাই হোক আর সমাধানের পথ যেদিকেই থাকুক, যুদ্ধের মাধ্যমে এর সুরাহা দোষের নয়।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হোরিয়ান গ্রামের কাছাকাছি বিধ্বস্ত হয় ভারতীয় জেট বিমানটি। সাধারণ মানুষ হয়তো মনে করেছিল অস্ত্রগুলোর একটা নির্দিষ্ট স্থায়িত্বকাল রয়েছে, যা বেশিদিন অব্যবহার্য থাকলে নষ্ট হয়ে যাবে। কাজেই মূল্যবান অস্ত্রের অপচয় না করে শত্রুর ওপর তার কিছুটা পরীক্ষামূলক প্রয়োগে লাভ ছাড়া ক্ষতি তো নেই! কিন্তু ভারতীয় পাইলটকে পাকিস্তান ফেরত পাঠানোয় সবার দৃষ্টিভঙ্গি পাল্টাবে বলেই ধারণা। বিশেষ করে সামনেই ভারতে নির্বাচন।

দেশটির রাজনীতিবিদরা হয়তো এখন এ সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করবেন।

তারা মনে করছেন, ৭০ বছর ধরে এ এক ইস্যুতে যুদ্ধ চলছে, আর এখন আরেকবার যুদ্ধ শুরু হলে তা কতদিনে শেষ হবে, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছুু বলতে পারছে না।

তবে দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের সদিচ্ছা থেকে ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

পরিস্থিতি যেভাবে এ পর্যায়ে এলো পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা রক্ষীদের ওপর হামলায় ৪০ জন নিহত হওয়ার পর ভারত সরকারের ওপর দেশটির মানুষের এক ধরনের চাপ তৈরি হয় এ ঘটনার প্রতিশোধ নেওয়ার। নরেন্দ্র মোদি এখন একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন-জনসমর্থন অর্জন করে আসন্ন নির্বাচনে জেতার উদ্দেশ্যেই কি তিনি এ অভিযানে সম্মতি দিয়েছেন? আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলে আরও বেশি-বেশি করে এমন প্রশ্নের সম্মুখীন হবেন তিনি। যদিও তার নেতৃত্বাধীন ভারতের সরকার বলছে, আক্রমণ করা ছাড়া পাকিস্তানকে প্রতিক্রিয়া প্রদর্শনের আর সব রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল।

এ রকম একটা ধারণা আছে যে, এ অভিযানের সম্মতি না দেওয়া হলে নরেন্দ্র মোদির বুকের পাটা কতটুকু, তা নিয়েও শুরু হতো সমালোচনা। তবে সামরিক বিশেষজ্ঞদের কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন, এ অভিযানের ধারাবাহিকতায় দুদেশের মধ্যে আরও বড় কোনো সংঘাতের সূত্রপাত হওয়ার আশঙ্কা নিয়ে সরকার কতটুকু চিন্তা করেছিল? আক্রমণের চূড়ান্ত অনুমতি দেওয়ার আগে একটি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কিনা এ বিষয়ে নেতারা কতটা ওয়াকিবহাল ছিলেন? আরও একটি প্রশ্নও উঠছেএ পর্যন্ত যতদূর গড়িয়েছে, তাতে প্রকৃতপক্ষে কোন দেশ বিজয়ী? নাকি এখনো ম্যাচ ড্র হয়েছে বলা চলে?

ভারত সরকার যেদিন বালাকোটে আক্রমণের বিস্তারিত জানায়, সেদিন সবাই মনে করেছিল যে, আসন্ন নির্বাচনে নরেন্দ্র মোদির জয় একরকম নিশ্চিত হয়ে গেল। ভারতের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশ্বাসযোগ্যতাও এখন অনেকটাই প্রশ্নের মুখে।

ভারত এখন ইমরান খানের একটি বিষয়ই আমলে নেবে তা হলো, ভারতে হামলা করা জঙ্গিদের দমনে তিনি কী ভূমিকা নেন। কিন্তু কাশ্মীরে আরেকটি রক্তক্ষয়ী হামলা হলে পরিস্থিতি কী হতে পারে, সে বিষয়ে কেউ কিছু বলছে না।

একজন অবসরপ্রাপ্ত জেনারেল বলছিলেন, যুদ্ধে উত্থান-পতন থাকবেই। যুদ্ধের সময় কোনো পক্ষেরই উচিত না অতিদ্রুত হতাশ হওয়া অথবা বিজয় উদযাপন করা।

ভারতের পাইলট পাকিস্তানের হাতে আটক হওয়ার পর তার মুক্তি দেওয়ার খবরে দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমিত হতে শুরু করে। দুদেশের মধ্যে এবারের সংঘাতের বিস্তারিত বিশ্লেষণ প্রকাশিত হলে হয়তো সাধারণ মানুষ বুঝতে পারবে যে, একজন পাইলটের জন্য শতশত বা হাজার-হাজার মানুষের জীবন বেঁচে গেছে।

পাইলট যদি বেঁচে না থাকতেন, তা হলে ভারতের পক্ষ থেকে প্রতিশোধের দাবি থাকত প্রবল। তখন নরেন্দ্র মোদির হাতে অন্য কোনো রাস্তাও হয়তো খোলা থাকত না। তাই আটককৃত পাইলটকে ছেড়ে দেওয়ার কারণ ইমরান খানের ভাষায় ‘শুভাকাক্সিক্ষতা’র ইঙ্গিত নাকি পাকিস্তানের ওপর আন্তর্জাতিক মহলের চাপ? উত্তর যাই হোক, পাইলটকে ছেড়ে দেওয়ায় দুদেশের মধ্যকার উত্তেজনা কিছুটা হলেও যে প্রশমিত হয়েছে, এটাই সত্যি।

এতকিছুর পর গতকাল ফের সীমান্তে দুদেশের গোলাগুলি নতুন উত্তেজনার খোরাক জুগিয়েছে; ভাবিয়ে তুলেছে দুদেশের রাজনীতিবিদ ও সচেতন মানুষদের।

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান বৈরিতার বৃত্তান্ত

১৯৪৭ সালে ব্রিটিশরা শাসনভার ছেড়ে দেয়; ভারত ও পাকিস্তান, এ দুই ভাগে বিভক্ত হয় ভারতবর্ষ; কাশ্মীরে বাধে প্রথম যুদ্ধ। এ নিয়ে এখনো রয়ে গেছে উত্তেজনা, রয়ে গেছে যুদ্ধের রেশ। এর পর ১৯৪৯ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। ১৯৬৫ সালে কাশ্মীরে ফের যুদ্ধে জড়িয়ে পড়ে দুদেশ। আবারও সম্মত হয় যুদ্ধবিরতিতে। ১৯৭২ সালে সিমলা চুক্তি অনুযায়ী সীমান্তে নিয়ন্ত্রণ রেখা তৈরির বিষয়ে মতৈক্যে আসে নয়াদিল্লি ও ইসলামাবাদ।

১৯৮৪ সালে সিয়াচেন হিমবাহের দখল নেয় ভারত। পাকিস্তানও ওই অঞ্চলটির দাবিদার হওয়ায় এ ইস্যুতে বহু বছর ধরে সেখানে চলে দুদেশের যুদ্ধ। ২০০৩ সালে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। ১৯৯৯ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি জঙ্গিরা কারগিল সেনাঘাঁটিতে হামলা করে। জবাবে ভারতও চড়াও হয় প্রতিপক্ষের ওপর।

আড়াই মাস ধরে চলা ওই সংঘাতে দুপক্ষ মিলিয়ে প্রাণহানি ঘটে এক হাজারেরও বেশি মানুষের।

২০১৬ সালে ভারতের পাঠানকোট সেনাঘাঁটিতে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে। জবাবে পাকিস্তানশাসিত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত।

এরপর প্রায় তিন বছরের বিরতিতে যখন উত্তেজনা কিছুটা থিতিয়ে আসে, তখন ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত ১৪ ফেব্রুয়ারি। এদিন ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিদের হামলায় ৪০ জওয়ান নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি