বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বিএনপি নিজেদের ক্ষতি করছে উপজেলা নির্বাচন বর্জন করে : মোহাম্মদ নাসিম


বিএনপি নিজেদের ক্ষতি করছে উপজেলা নির্বাচন বর্জন করে : মোহাম্মদ নাসিম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যরা যেন প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কঠোর থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র

মোহাম্মদ নাসিম বলেন, উপজেলা নির্বাচন বর্জন করে নিজেদের ক্ষতি করছে বিএনপি। শুক্রবার (৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১৪ দলের সভা শেষে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। স্থানীয় নির্বাচনে সব দলের লোকজন অংশগ্রহণ করেন। তবে দুঃখজনক হলো দেশের একটি বড় দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। কি কারণে করছে না সবাই এটা জানেন। নির্বাচন বর্জন করে গত কয়েক বছরের তারা নির্বাচন ভুন্ডল করতে পারে নাই। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংসের করে দিচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি