শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাজিলের সাও পাওলোতে ভারি বর্ষণে বন্যায় নিহত ১২


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ভারি বর্ষণে ব্রাজিলের অর্থনৈতিক অঞ্চল সাও পাওলো শহরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে একই পরিবারের ৪ সদস্যসহ ১২ জন নিহত ও আরো ৬জন আহত হয়েছে বলে দেশটির দমকল কর্মীরা সোমবার জানিয়েছে।

দমকল কর্মীরা জানায়, সাও পাওলোর রিবেরাও পাইরেস শহরে অতিরিক্ত প্লাবনে একটি বাড়ি ধসে যায়। এতে ঐ বাড়ির ৪ জন সদস্য নিহত হয় এবং আরো ২ জন আহত হয়। পাশবর্তী এলাকায় একটি ভূমি ধসের ঘটনায় আরো একজন নিহত হয়েছে।

ব্রাজিলের অর্থনৈতিক রাজধানী খ্যাত এই শহরে প্রায় ২ কোটি মানুষের বসবাস। বন্যায় বিভিন্ন এলাকায় আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী সংস্থাগুলো কাজ করছে। বেশ কয়েকটি এলাকায় সড়ক যোগাযো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি