বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভুটানের প্রধানমন্ত্রী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আসছেন বাংলাদেশ সফরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। ময়মনসিং মেডিকেল কলেজের এই ছাত্র এবার বাংলাদেশ সফর করবেন প্রধানমন্ত্রী রুপে। এই সফরে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে জানিয়েছেন ভূটানের পররাষ্ট্র সচিব সোনেম সং। তিনি বলেন, প্রধানমন্ত্রী লোতে শেরিংয়ের কাছে বাংলাদেশ তার নিজের দেশের মতোই।

২. দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভূটানের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠভাবে পরিচিত। কেন না, লোতে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। লোতে শেরিং এমবিবিএস পাস করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। পরে দেশে ফিরে ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন। তিনি বাংলাদেশে ১০ বছর কাটিয়েছেন।

৩. মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব সোনাম শং। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে এই বৈঠক হয়েছে। আসন্ন এই সফরে দুদেশের মধ্যে নৌ যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে চুক্তি ও সমাঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪. ভূটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৯১ সালে বাংলাদেশে এসে বিদেশি কোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন এবং ১৯৯৯ সালে এমবিবিএস পাস করে ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এফসিপিএস কোর্স সমাপ্ত করেন। ২০১৩ সালে সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার রাজনৈতিক ডিএনটি দল জয়লাভ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি