সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » লক্ষ্মীপুরে ১৮জেলেকে জেল-জরিমানা, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার অপরাধে


লক্ষ্মীপুরে ১৮জেলেকে জেল-জরিমানা, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার অপরাধে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুরে ১৮জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার অপরাধে। সোমবার গভির রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৪ জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা করেন।

এর আগে মজুচৌধুরীরহাটের মেঘনা নদীতে মৎস্য বিভাগের নেতৃত্বে নৌ-পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৬টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা ও ৩০হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হচ্ছে কমলনগর উপজেলার মতিরহাট এলাকার কাসেম মাঝির ছেলে সাহাবুদ্দিন, মিলন মাঝির ছেলে নুর সোলায়মান, মৃত আবদুল হাসেমের ছেলে হোসেন আহমদ ও সিদ্দিক পাটওয়ারীর ছেলে আবু ছায়েদ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী ৪জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৪জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া ৬টি ইঞ্জিন চালিত নৌকা ও ৩০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১মার্চ থেকে ৩০এপ্রিল পর্যন্ত ২মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১‘শ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ ১‘শ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুদকরণ নিষিদ্ধ করা রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি