বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে নোবেল দেয়ার দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫০ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন যে ভূমিকা রেখেছেন তার প্রশংসা এখন বিশ্বজুড়ে। সেইসঙ্গে জাসিন্ডাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি উঠেছে।

নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাসিন্ডাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য চেঞ্জ.ওআরজি ও আভাজ.ওআরজি নামের দুইটি ওয়েবসাইটে হাজারো আবেদনকারীর আবেদন করেছে।

কেউ বলেছেন, জাসিন্ডার এমন ভূমিকার অন্য অবশ্যই নোবেল পুরস্কার দেয়া উচিৎ।

কেউ বলেছেন, মুসলিম ধর্মের অনুসারী না হয়েও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য যা করলেন তা মনে রাখার মতো।

এছাড়া বিশ্বব্যাপী বিশ্ব নেতাদের ব্যাপক প্রশংসা পান জাসিন্ডা।

গত ১৫ মার্চ আল নূর ও লিনউড মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট। হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন ও ৪০ জনের বেশি লোক আহত হন।

হামলার পরই জাসিন্ডা ওই হামলাকারীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। এছাড়া দেশটিতে মুসলিম সম্পদায়ের লোকেরা যাতে নিউজিল্যান্ডকে নিরাপদ মনে করেন তার প্রায় সকল ব্যবস্থা করেন। এছাড়া ওই হামলাকারীর নাম কখনো মুখে নিবেননা বলেও অঙ্গীকার করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি