শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাড়ছে ওষুধ প্রতিরোধী জটিল যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার ডা.মাহমুদুল হাসান খান বলেন, একজন এমডিআর টিবি রোগী যদি চিকিৎসার আওতায় না আসেন তাহলে প্রতিবছর তিনি কমপক্ষে ১০ জনকে নতুন করে এমডিআর টিবি রোগে আক্রান্ত করতে পারেন। ওষুধ প্রতিরোধী জটিল যক্ষায় আক্রান্তের ৮০ ভাগই রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে।

অশনাক্ত রোগীরা প্রতি বছর অন্তত ১০ জনকে মৃত্যু ঝুঁকির দিকে ঠেলে দেয়ায় তাদের দ্রুত চিহ্নিতের আহ্বান যক্ষা বিশেষজ্ঞদের। রাষ্ট্রের আর্থিক চাপ কমাতে দ্রুত টিবি রোগীদের শনাক্তের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। নতুন রোগীরা যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে তাদের মৃত্যু অবধারিত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, যদি কার্যকরভাবে মনিটর করা না হয়, এবং এগুলোর ব্যর্থতার কারণে যদি এমডিআর টিবি’র হার দ্রুত বাড়তে থাকে এবং আরো যেটা ভয়াবহ, এক্সডিআর, সেটাও যদি হতে থাকে, তাহলে বাংলাদেশকে শুধু ব্যক্তি-পর্যায়ে নয়, রাষ্ট্রীয় পর্যায়েও বিপুল পরিমাণ আর্থিক চাপের মোকাবেলা করতে হবে। প্রাথমিক অবস্থায় সব ধরনের টিবি শনাক্তে উপজেলা পর্যন্ত সেবা ছড়িয়ে দেবার পরিকল্পনা সরকারের।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান বলেন, জিন এক্রপার্ট মেশিন, যা দিয়ে আমরা সাধারণত টিবিটা শনাক্ত করতে পারি সেটা এখন ২০৬ টা সেন্টারে দেয়া হয়েছে। অদ‚র ভবিষ্যতে ৪৬০ টা উপজেলাতেই এটা স্থাপন করার পরিকল্পনা আছে। ২০১৭ সালের সবশেষ তথ্য অনুযায়ী, ধরে নেয়া হয় দেশে এমডিআর টিবি রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। অথচ চিকিৎসার আওতায় এসেছে মাত্র ৯শ ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি