শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইতালিতে প্রকাশ্যে আজান, খোলা মাঠে নামাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইতালিতে মুসল্লিরা গত শুক্রবার প্রকাশ্যে আজান দিয়ে খোলা মাঠে জুমার নামাজ আদায় করেছে।

বাংলাদেশ সমিতি ইতালির আয়োজনে লার্গো প্রেনেসতিনা নামক খোলা মাঠে এ উপলক্ষে বাদ জুমা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে রোম প্রবাসী মুসল্লিরা অংশগ্রহণ নেন।

মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তারা বলেন, আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি। আমাদের হত্যা করে কেউ নামাজ বন্ধ করতে কেউ পারবে না। আমাদের মনোবল এত নরম নয়। ধর্মীয় পরীক্ষায় যুগযুগ ধরে পরীক্ষিত আমরা।

তারা বলেন, ‘যারা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের এখনই রুখে দেয়ার সময়। জঙ্গি বা সন্ত্রাসীর কোনো ধর্ম নেই কোনো জাত নেই। সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসীই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি