সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৭৬ ভাগ ভারতীয় পাকিস্তানকে অনেক বড় হুমকি মনে করে !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : দেশের বর্তমান অবস্থা নিয়ে ৫৫ ভাগ ভারতীয় খুশি । সোমবার রাতে একটি মার্কিন জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। ওয়াশিংটনভিত্তিক মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের দুই হাজার ৫২১ জনের ওপর পরিচালিত এ জরিপটি ২০১৮ সালের ২৩ মে থেকে ২৩ জুলাই এর মধ্যে চালানো হয়।

জরিপে দেখা যায়, অধিকাংশ ভারতীয় সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত। পুলওয়ামা হামলারও বহু আগে পরিচালিত এ জরিপটিতে ৭৬ ভাগ ভারতীয় জানিয়েছে, তারা মনে করে ভারতের জন্য পাকিস্তান অনেক বড় একটি হুমকি। শুধুমাত্র ৭ ভাগ অংশগ্রহণকারী এটি মনে করেন না। ৬৫ ভাগ অংশগ্রহণকারী মনে করে যে ২০ বছর আগের থেকে বর্তমানে ভারতীয়দের অর্থনৈতিক অবস্থা ভালো। তবে জরিপে বেকারত্বকে অনেক বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তারা। ৭৬ ভাগ অংশগ্রহণকারী মনে করে বেকারত্ব নিরসনে গত কয়েক বছরে বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জরিপে অংশ নেয়া ৭৩ ভাগ ভারতীয় মনে করে মুদ্রাস্ফীতি দেশটির জন্য অনেক বড় একটি সমস্যা। ৬৫ ভাগ মনে করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বর্তমানে বেশ খারাপ আকার ধারণ করেছে।

প্রায় দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৪ ভাগ অংশগ্রহণকারী মনে করে যে অধিকাংশ রাজনীতিবিদ অসৎ ও দুর্নীতিপরায়ণ। এছাড়াও বিজেপি এবং কংগ্রেসের উভয় দলের অধিকাংশ সমর্থক মনে করে নির্বাচনে যেই জিতুক অবস্থার কোন পরিবর্তন হবে না। এ মত পোষণকারীদের সংখ্যা ৫৮ ভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি