বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডের ঘটনায় ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে একটি ফরাসি মুসলিম সংগঠনের মামলা


নিউজিল্যান্ডের ঘটনায় ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে একটি ফরাসি মুসলিম সংগঠনের মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সন্ত্রাসী হামলার ভিডিও সরাসরি প্রচার করার জন্যই মামলা দায়ের করার কথা জানিয়েছে ফরাসি মুসলিমদের সংগঠন দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম)। রয়টার্স, এনডিটিভি।

সিএফসিএম সোমবার জানায়, ভিডিওটি সরাসরি সম্প্রচারের সুযোগ দিয়ে এই মাধ্যমগুলো সন্ত্রাসী হামলাকে পরোক্ষভাবে উৎসাহিত করেছে। তাই ফেসবুক ও ইউটিউবের ফরাসি শাখাগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আদালতে দাখিল করা নথিতে দেখা গেছে, অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্টের জঙ্গি হামলার ভিডিও সরাসরি প্রচার করায় মাধ্যম দুটির বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্টপোষকতার অভিযোগ আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউব এর মাধ্যমে মানবিক মর্যাদা রক্ষার অধিকার উপেক্ষা করেছে। ছোটদের ভীত করার জন্যও তারা দায়ী বলে সিএফসিএম অভিযোগ করেছে।

মামলার বিষয়ে ফেসবুক জানিয়েছে, ‘আমরা নথিগুলো পর্যালোচনা করছি। ফেসবুক বরাবরই এমন নেক্কারজনক কাজের বিরোধীতা করে, তাই ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ভিডিও সরিয়ে দেয়ার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, ফরাসি আইন অনুযায়ী এ অপরাধের জন্য ৩ বছরের জেল ও ৮৫ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি