শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ময়মনসিংহ ট্রমা সেন্টারে ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে ২ কোটি টাকার যন্ত্রপাতি


ময়মনসিংহ ট্রমা সেন্টারে ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে ২ কোটি টাকার যন্ত্রপাতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত ময়মনসিংহের ভালুকায় ২০০৭ সালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে স্থাপন করা হয় ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। একটি আধুনিক হাসপাতালের অবকাঠামোগত সব সুবিধা রয়েছে এই ট্রমা সেন্টারে। উদ্বোধনের পরপরই অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, আইসিইউ ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য প্রায় দুই কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু ব্যবহার না হওয়ায় বাক্সবন্দি যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তালাবদ্ধ রুমগুলো ধুলোবালি আর ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। ট্রমা সেন্টারটি পুরোপুরিভাবে চালু না হওয়ায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

রোগীরা বলেন, ‘ ব্যয়বহুল হাসপাতাল হয়েছে কিন্তু কোন কর্মী নাই। যদি মেডিকেলে ডাক্তার থাকতো তাহলে ভালুকার সব রুগীর এখানে চিকিৎসা হতো।’

চিকিৎসক ও জনবল সংকটের কারণে ট্রমা সেন্টারের এই আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটারটি সারাবছরই তালাবদ্ধ থাকে। এখান থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী সার্জারি বিভাগে।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক দিয়ে ট্রমা সেন্টারের বহির্বিভাগ চালু রাখা হলেও নানা সংকটে ইনডোর সার্ভিস চালু করা যাচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আকরাম উল্লাহ। তিনি বলেন, ‘শুধু বহির্বিভাগ চালু আছে। ভর্তি করে অপারেশনের ব্যবস্থা নেই। আমরা এই বিষয়ে চিঠি লিখেছি।’

তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আব্দুল গণি জানালেন, ২০২১ সালের মধ্যে ট্রমা সেন্টারটি পুরোপুরি চালু হবে । তিনি বলেন, ‘জনবল অনুমোদন করার জন্যে তিনটি মন্ত্রণালয় ঘুরে ব্যবস্থা করা হয়েছে। এই অর্থবছরে জনবলের ব্যবস্থা হয়ে যাবে।’

২০ শয্যার এই ট্রমা সেন্টারে তিনজন চিকিৎসকসহ জনবল কাঠামোর ২২টি পদের বিপরীতে দুইজন চিকিৎসকসহ ১১টি পদ শূন্য আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি