শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পানি ও বিদ্যুৎ হিসাব করে ব্যবহার করুন: প্রধানমন্ত্রী


পানি ও বিদ্যুৎ হিসাব করে ব্যবহার করুন: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করতে বলেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। এছাড়া প্রশাসনসহ দেশবাসীকে পানি অপচয় না করে তার সঠিক ব্যবহার ও সংরক্ষণ করতে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পানি যেন অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়, সে লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন শেখ হাসিনা।

গত ২২ মার্চ ছিল বিশ্ব পানি দিবস। তবে দিবসটি ১১ এপ্রিল পালন করার সিদ্ধান্ত নেয় সরকার। এবারের বিশ্ব পানি দিবসটির প্রতিপাদ্য, ‘পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর।

বিশ্ব পানি দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বদ্বীপ অঞ্চলে বসবাস করার কারণে আমাদের প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হয়। প্রকৃতি যেমন নেয়, তেমন দেয়। আমরা তার কাছ থেকে কতটুকু নিতে পারলাম সেটা হলো বড় কথা।

সেজন্য শুধু প্রকৃতির দিকেই চেয়ে না থেকে নিজেদেরকে তৎপর হতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নদী, খাল, বিল, পুকুর, ডোবা খনন করে পানি ধরে রাখতে হবে। শুস্ক মৌসুমে যেন আমরা এই পানি ব্যবহার করতে পারি। শুধু ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর না করে বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করতে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে সুপেয় পানির খুব অভাব। বিশুদ্ধ পানির জন্য সেসব দেশে হাহাকার চলে। আমরা সেসব দেশে পানি বিক্রি করতে পারি।

পানি অপচয় রোধে জনগণকে আরও সচেতন হতে বলেন প্রধানমন্ত্রী।

এক লিটার পানি শোধনে অনেক টাকা খরচ হয় জানিয়ে তিনি বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা কল ছেড়ে, গায়ে সাবান মাখাই, ব্রাশ করি আর দাঁড়ি সেভ করে এমন দামী পানি ফেলে দিই। এজন্য আপনারা মগ ব্যবহার করতে পারেন।

গোসলের সময় পানির ব্যবহার কমাতে নিজে বালতি ও মগ ব্যবহার করেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জনগণের উদ্দেশে বলেন, সবাইকে বলব পানি, বিদ্যুৎ যেন হিসাব করে সবাই ব্যবহার করেন। তাহলে বিলও কম উঠবে। আপনাদের টাকা সাশ্রয় হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও বিশেষ অতিথির বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত্র স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।

এছাড়াও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি