শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হয় মন্ত্রিত্ব নয় নেতৃত্ব, এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ


হয় মন্ত্রিত্ব নয় নেতৃত্ব, এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলে এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংশ্লিষ্ট রাজনৈতিক বরাত দিয়ে এ খবর জানিয়েছে। দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টামলী ছাড়া অন্যদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, মন্ত্রী হওয়ার কারণে অনেকেই দলে সময় দিতে পারছেন না। এতে করে দলের ক্ষতি হচ্ছে। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া এবারের মন্ত্রিসভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন ১১ জন। তারা হলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, অর্থবিষয়ক সম্পাদক টিপু মুনশি, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালেদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সদস্য নূরুল কবীর হুমায়ুন ও বেগম মুন্নুজান সুফিয়ান।

অক্টোবরে জাতীয় কাউন্সিলের আগেই এই ১১ মন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কোনটি বেছে নেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি